Trending Now

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩

Date:

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের খাইবার পাখতুনখায়ার ট্যাঙ্ক জেলার পুলিশ সদর দপ্তরে শুক্রবার হামলা চালিয়েছে জঙ্গিরা। এ ঘটনায় ৩ পুলিশ নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তিন জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির পুলিশ। 

একই প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় ২৩ জন সেনা সদস্য নিহত হওয়ার দুই দিনের মধ্যেই নিরাপত্তা বাহিনীর ওপর আবারও হামলার এই ঘটনা ঘটলো।

পুলিশ কর্মকর্তা ইফতিখার শাহ রয়টার্সকে বলেছেন, ডেরা ইসমাইল খান জেলার পার্শ্ববর্তী ট্যাঙ্ক জেলায় শুক্রবার (১৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে হামলা চালায় একদল জঙ্গি। প্রথমে একজন জঙ্গি পুলিশ লাইনের মূল গেটে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এরপর বাকি জঙ্গিরা প্রবেশ করে গুলি করা শুরু করে। 

তিনি বলেন, ‘নিরাপত্তায় থাকা সদস্যরা কয়েক ঘণ্টা ধরে জঙ্গিদের সঙ্গে লড়াই করেন। হামলায় আরও দুই পুলিশ কমকর্তা আহত হয়েছেন। পুলিশ লাইনের সব কন্টিনজেন্টকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।’ 

প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত বলেছেন, তিন হামলাকারী নিহত হয়েছে। আরও জঙ্গিদের উপস্থিতির তথ্য পাওয়ায় এলাকাজুড়ে অভিযান চলছে।

রয়টার্সের এক সাংবাদিকের কাছে পাঠানো বিবৃতিতে দেশটির আনসার-উল-ইসলাম নামে একটি স্বল্প পরিচিত জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে বলেছে, এটি তাদের প্রথম হামলা।

পাকিস্তানের সামরিক বাহিনী সাম্প্রতিক সময়ে জঙ্গিদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। বিশেষ করে ওয়াজিরিস্তান অঞ্চলের পাশের জেলায় যেখানে সর্বশেষ হামলা ঘটনা ঘটেছে। এ অঞ্চলটি একসময় স্থানীয় ও বিদেশি জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। 

আফগানিস্তানে দুই বছর আগে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা এসব ঘটনায় আফগানিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে ইসলামাবাদ। এদিকে এসবের সঙ্গে নিজেদের কোনও সম্পর্ক নেই বলে দাবি তালেবান সরকারের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...