Trending Now

গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫০০

Date:

সংলাপ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় চালানো এই হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল ও জর্ডান সফরের আগের দিন এই হামলা হলো। বুধবার ইসরায়েলে পৌঁছার কথা রয়েছে তার। তেল আবিব থেকে তিনি জর্ডান যাবেন। সেখানে কয়েকটি আরব দেশের নেতার সঙ্গে বৈঠক করতে পারেন।

ইসরায়েলি হামলার সময় আল আহলি হাসপাতালে কয়েক শ’ মানুষ আশ্রয় নিয়েছিলেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে আরও কয়েক শ’ হতাহত রয়েছেন।

হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানিয়েছেন, শত শত মানুষ আশ্রয় নেওয়া অবস্থায় ইসরায়েলি দখলদাররা হাসপাতালে হামলা করেছে। চিকিৎসাকর্মীরা এখন মরদেহ খুঁজে বের করছেন।

বার্তা সংস্থা এপির ছবিতে দেখা গেছে, হামলার পর হাসপাতালে আগুন, ছিন্নভিন্ন কাঁচ এবং মানুষের দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হাসপাতালে হামলার বিষয়ে তাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে জানানো হবে।

এপি বলছে, ২০০৮ সালের পর গাজায় এটিই হবে ইসরায়েলের সবচেয়ে প্রাণঘাতী হামলা।

গাজার শাসক গোষ্ঠী হামাস এই হামলাকে একটি “যুদ্ধাপরাধ” হিসেবে উল্লেখ করেছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হাসপাতালে ভয়াবহ ইসরায়েলি হামলার পর তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন।

এর আগে মঙ্গলবার আল-মাগাজি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত মঙ্গলবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা বলেছে, একটি স্কুলে বোমার আঘাতের ফলে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ ১১তম দিনে এই হামলা হলো। মঙ্গলবার সকাল পর্যন্ত হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৫০০ জন। অপর দিকে ইসরায়েলি বোমা হামলায় দুই হাজার ৮০৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দশ হাজার ৮৫৯ জন। তাছাড়া পশ্চিম তীরে নিহত হয়েছেন ৫৭ জন। এক হাজার ২০০ জন আহত হয়েছেন।

জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস বলেছেন, ”গাজার হাসপাতালে কয়েকশ ফিলিস্তিনি বেসামরিক মানুষের মৃত্যুতে আমি বিপর্যস্ত। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। হাসপাতাল ও তার কর্মীরা আন্তর্জাতিক আইনে সুরক্ষিত।”

আমিরাত ও রাশিয়ার অনুরোধে আজ বুধবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও ডাকা হয়েছে। সূত্র: এফএনএস২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...