Trending Now

তিন জেলায় প্রচারে হামলা-সংঘর্ষ : আহত ২৪

Date:

বিশেষ প্রতিবেদন :: তিন জেলায় নির্বাচনী প্রচারে হামলা-সংঘর্ষে ২৪ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে জামালপুরের সরিষাবাড়ী, ময়মনসিংহের নান্দাইল ও যশোরের বেনাপোলে এই হামলা-সংঘর্ষ হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

জামালপুর: জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার সরিষাবাড়ী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে চারজন আহত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ী রেলস্টেশন এলাকায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুর রশীদের সমর্থক মিঠু মিয়ার সঙ্গে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. মাহবুবুর রহমানের সমর্থক লুৎফর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়াধাওয়ি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মিঠু মিয়া, ফারুক হোসেন, লুৎফর রহমান ও বেলাল হোসেন নামের চারজন আহত হন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ: ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ভোটকেন্দ্রের সামনে নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে বিরোধের জেরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার নান্দাইল উপজেলার চপই বাজারে এ ঘটনা ঘটে।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম। অন্যদিকে ঈগল পাখি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

স্থানীয় সূত্র জানায়, গতকাল চপই বাজারের পাশে চপই দাখিল মাদ্রাসার মাঠের এক পাশে নির্বাচনী প্রচার ক্যাম্প স্থাপন করার জন্য স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন। নৌকার সমর্থকরা তাতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আবদুল হাই ভূঁইয়া বলেন, ‘আমরা আগে থেকে জায়গা বাছাই করে নির্বাচনী কার্যালয় স্থাপন করার প্রস্তুতি নিচ্ছিলাম।

নৌকার সমর্থকরা আমাদের বাধা দেন। তাঁদের অন্যত্র কার্যালয় করতে বললে পিকআপে লোকজন ও লাঠিসোঁটা নিয়ে এসে হামলা চালান।’
অন্যদিকে নৌকার সমর্থক ইসলাম উদ্দিন বলেন, ‘আমাদের বাছাই করা জায়গায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচার কার্যালয় স্থাপন করতে গেলে আমরা বাধা দিই। তাঁরা আমাদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন। একজন আমাকে ঘুষি মেরে ফেলে দেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, প্রথমবারের মতো দুই পক্ষকেই নিবৃত হওয়ার জন্য বলা হয়েছে। ফের কোনো ঘটনা ঘটালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোলে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের নির্বাচনী প্রচারণায় হামলা হয়েছে। গতকালের এ হামলায় আহত হয়েছেন ১০ জন।

জানা যায়, সকালে কর্মী-সমর্থকদের সঙ্গে কুশল বিনিময়ের একপর্যায়ে বন্দর এলাকায় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) লিটনের ওপর হামলা করেন। হামলাকারীরা লিটন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মন্টু, শার্শা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিবারসহ ১০ জনকে পিটিয়ে জখম করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...