Trending Now

কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রামের জন্য দুই কোচ বরাদ্দ, টিকিটও শেষ

Date:

বিশেষ প্রতিবেদন : ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রামের যাত্রীদের জন্য দুটি কোচ বরাদ্দ করা হয়েছে। এই দুটি কোচের টিকিট বিক্রি বৃহস্পতিবার সকালে শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। 

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম স্টেশন থেকে মাত্র ২৫০ টাকায় নন এসি এবং ৪৭০ টাকায় এসি কোচে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। 

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট শহীদুল ইসলাম জানান, চালু হতে যাওয়া চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রামের যাত্রীদের জন্য দুটি কোচ বরাদ্দ রাখা হয়েছে। এই দুটি কোচের একটি এসি কোচ এবং অপরটি নন এসি। চট্টগ্রাম স্টেশন থেকে ২৫০ টাকায় নন এসি এবং ৪৭০ টাকায় এসি কোচে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। চট্টগ্রাম থেকে দুই কোচে একশ’রও বেশি যাত্রী ভ্রমণ করার সুযোগ পাবেন। 

রেলওয়ের টিকিট বিক্রির রেল সেবা ওয়েব সাইটের সর্বশেষ আপডেটে দেখা গেছে বৃহস্পতিবার অনলাইনে আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর তারিখের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ১১টায় উভয় তারিখের চট্টগ্রাম থেকে কক্সবাজারের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। বিক্রির জন্য কোনো টিকিটই অবশিষ্ট নেই।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আগামী ১ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় প্রথমবার যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটি বিমানবন্দর স্টেশনে ৫ মিনিট বিরতি দিয়ে বিরতিহীন চলে চট্টগ্রাম স্টেশন পৌঁছাবে ২ ডিসেম্বর ভোররাত ৩টা ৪০ মিনিটে। চট্টগ্রাম স্টেশনে ২০ মিনিট বিরতি দিয়ে চট্টগ্রামের যাত্রীদের নিয়ে ভোর ৪টায় কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বিরতিহীন চলে ট্রেনটি কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছাবে ২ ডিসেম্বর সকাল ৭টা ২০ মিনিটে।   সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...