Trending Now

নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পূর্বধলায় র‍্যালি ও আলোচনা সভা

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ স্লোগানকে সামনে রেখে, নেত্রকোনার পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান। 

আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আঁখি বিনতে রহমান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, পূর্বধলা থানার এসআই সাদিকুজ্জামান, ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল্লাহ আল-মামুন, দৈনিক আমাদের নতুন সময়ের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, পূর্বধলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ খান।

এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহিন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জয়েন আলী, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, ভোরের সময়ের উপজেলা প্রতিনিধি শাহিন খন্দকারসহ বিভিন্ন এনজির কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে এবং যে কোন দুর্যোগ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাছাড়া মানবসৃষ্ট দুর্যোগ নিরসনে সবাইকে সচেতন হতে হবে। এক্ষেত্রে অবাধে বৃক্ষ নিধন বন্ধ করে বেশি করে গাছ লাগাতে হবে, অপরিকল্পিতভাবে রাস্তার পাশে পুকুর খনন, নদীর অবৈধ বাঁধ অপসারন ও নদী থেকে মাটি উত্তোলন নিরসন, পাহাড় কেটে মাটি না নেয়া এই বিষয়ে সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় সবাইকেই সচেতন থাকবে হবে। 

প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান জানান, দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা দরকার। পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ। এদিকে পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগের। এ ছাড়া নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ভূমিকম্প, বজ্রপাত, বন্যা ও মানবসৃষ্ট দুর্যোগ। দুর্যোগ মোকাবিলায় ও পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...

কেন্দুয়ায় সাইডুলী নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : (১৬ অক্টোবর) বুধবার নেত্রকোনার কেন্দুয়ায়...

কেন্দুয়ায় এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ৬০ জন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ (১৫ অক্টোবর) মঙলবার সকাল ১১ টায়...