Trending Now

ইসরায়েলি বিমানের ভারি হামলায় আবারও কাঁপল বৈরুত

Date:

ডেস্ক রিপোর্ট : লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশের শহরতলিতে আজ রোববার ভোরে বিমান থেকে আবারও ভারি বোমাবর্ষণ করেছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একের পর এক বিস্ফোরণের শব্দে লেবাননের রাজধানী বারবার কেঁপে উঠছিল। বেশ কয়েক কিলোমিটার দূর থেকেও প্রায় ৩০ মিনিট ধরে বিস্ফোরণের লাল-সাদা রঙের ঝলকানি দেখা গেছে।

ইসরায়েল বলেছে, তাদের বিমান বাহিনী বৈরুতের নির্দিষ্ট কিছু এলাকায় ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বেশ কয়েকটি অস্ত্রাগার ও সামরিক অবকাঠামোয় ধারাবাহিক হামলা চালিয়েছে।

ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, হামলার আগে এলাকার নাগরিকদের আগাম সতর্কতাসহ বেসামরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে পদক্ষেপ নিয়েছে।

হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের শহরতলিতে কয়েকদিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর গত কয়েক দিনের এসব হামলায় তার উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গতকাল শনিবার লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, সাফিয়েদ্দিনের সঙ্গে গত শুক্রবার থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না।

ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর সম্ভাব্য নতুন নেতার অবস্থানকে লক্ষ্যস্থল করে হামলা চালিয়েছে তারা। তবে সাফিয়েদ্দিনকে নিয়ে হিজবুল্লাহ এ পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৈরুতের কেন্দ্রস্থলের দক্ষিণে দাহিয়া আবাসিক এলাকায় ইসরায়েলের টানা হামলার কারণে উদ্ধারকর্মীরা সেখানে যেতে পারছেন না। তাই ওই স্থলে কী ঘটেছে তা এখনো অনুমান করা যাচ্ছে না। ইসরায়েল লেবাননে তাদের তৎপরতা বাড়াচ্ছে। শনিবার প্রথমবারের মতো দেশটির উত্তরাঞ্চলীয় সুন্নি প্রধান শহর ত্রিপোলিতে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডানিয়েল হ্যাগারি জানিয়েছেন, ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযানে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে এবং দুই হাজার লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। তবে হিজবুল্লাহ এসব ঘটনায় তাদের হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।

এ কর্মকর্তা আরো জানিয়েছে, তারা হিজবুল্লাহর ওপর আক্রমণ জোরদার করেছে, যাতে উত্তর ইসরায়েলের কয়েক হাজার বাস্তুচ্যুত নাগরিক তাদের বাড়িঘরে নিরাপদে ফিরে যেতে পারে।

ইসরায়েলি কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, দক্ষিণ লেবাননে এখন পর্যন্ত ৯ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

লেবাননের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি হামলায় শত শত সাধারণ লেবানিজও নিহত হয়েছেন এবং ১২ লাখ মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...

কেন্দুয়ায় সাইডুলী নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : (১৬ অক্টোবর) বুধবার নেত্রকোনার কেন্দুয়ায়...

কেন্দুয়ায় এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ৬০ জন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ (১৫ অক্টোবর) মঙলবার সকাল ১১ টায়...