Trending Now

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গ্রিজম্যান

Date:

ক্রিড়া ডেস্ক : চলতি বছরটা যেন আন্তর্জাতিক ফুটবলে বিদায়ের বছর। একের পর এক তারকা-মহাতারকা তুলে রাখছেন দেশের জার্সি। তারই ধারায় এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ফ্রান্সের তারকা ফুটবলার অ্যান্তোনিও গ্রিজম্যান। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।

ফ্রান্সের হয়ে এক দশকের ক্যারিয়ার গ্রিজম্যানের। এটাকে আরো দীর্ঘ করতে চাননি এই মিডফিল্ডার। তরুণদের সুযোগ দেওয়া দরকার মনে করেই সরে গেছেন জাতীয় দল থেকে। অবসরের ঘোষণায় সেটাই জানালেন ৩৩ বছর বয়সী এই তারকা।

গ্রিজম্যান বলেন, ‘গভীর আবেগের সঙ্গে আজ আমি ফ্রান্স দলের খেলোয়াড় হিসেবে অবসরের ঘোষণা দিচ্ছি। চ্যালেঞ্জ, সাফল্য ও অবিস্মরণীয় মুহূর্তে ভরা ১০টি অবিশ্বাস্য বছর কাটানোর পর আমার জন্য এই অধ্যায়ের ইতি টানা এবং নতুন প্রজন্মের জন্য পথ তৈরি করার এখনই সময়। এই জার্সি গায়ে জড়ানো আমার জন্য ছিল সম্মান ও গৌরবের।’

২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় পা রাখেন গ্রিজম্যান। জাতীয় দলের জার্সিতে খেলেছেন মোট ১৩৭ ম্যাচ। তাতে গোল যেমন করিয়েছেন, তেমন করেছেন। ৪৪ গোল করার পাশাপাশি ৩৮ গোলে রেখেছেন অবদান। ২০১৮ সালে জিতেছেন বিশ্বকাপ। নেশন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন ২০২১ সালে।

গ্রিজম্যানের কীর্তির কথা বলতে গেলে শেষ করা যাবে না। অনেক ম্যাচ আছে তাকে মনে রাখার মতো। ২০১৬ ইউরোতে ৭ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন। ২০১৮ সালের আসরে দলকে জেতান শিরোপা। সেই আসরে সমান চারটি করে গোল ও অ্যাসিস্ট করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...

কেন্দুয়ায় সাইডুলী নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : (১৬ অক্টোবর) বুধবার নেত্রকোনার কেন্দুয়ায়...

কেন্দুয়ায় এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ৬০ জন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ (১৫ অক্টোবর) মঙলবার সকাল ১১ টায়...