Trending Now

সরকারি ৬ ব্যাংকের এমডি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

Date:

সংলাপ প্রতিবেদক : রাষ্ট্রমালিকানাধীন ছয় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) একসঙ্গে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই দিনে এতজন এমডিকে সরিয়ে দেওয়ার ঘটনা এবারই প্রথম।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার এমডিদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ব্যাংক ছয়টির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের চিঠি দিয়েছে। ব্যাংকগুলো হচ্ছে—সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।

একসঙ্গে কেন সবাইকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো—এমন প্রশ্নের জবাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘এটা সরকারের বিষয়। তবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অন্য সূত্র জানায়, ব্যাংকগুলোর পর্ষদ নতুন করে সাজানো হচ্ছে। আগে বদলানো হয়েছে চেয়ারম্যানদের। এরপর বদলানো হয়েছে এবং হচ্ছে পরিচালক অর্থাৎ পর্ষদ সদস্যদের। এবার হাত দেওয়া হয়েছে এমডিদের ব্যাপারে। ভেতরে-ভেতরে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া কোনো এমডিকেই রাখা হবে না।

ব্যাংকগুলোর চেয়ারম্যানদের উদ্দেশে একই ভাষায় লেখা চিঠিতে শুধু যাঁর যাঁর ব্যাংকের এমডির নাম উল্লেখ করা হয়েছে। উদাহরণস্বরূপ, ‘সোনালী ব্যাংকের চেয়ারম্যানকে বলা হয়েছে, এমডি মো. আফজাল করিমের সঙ্গে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ/সম্মতি জানানো হলো। তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরের কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’আফজাল করিম ২০২২ সালের আগস্ট থেকে দুই বছরের বেশি সময় ধরে সোনালী ব্যাংকের এমডি হিসেবে আছেন। এর আগে তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) এমডি ছিলেন।
২০২৩ সালের এপ্রিল থেকে জনতা ব্যাংকের এমডি মো. আবদুল জব্বার। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) এমডি ছিলেন। তারও আগে ছিলেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)।

অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীরও ২০২২ সালের আগস্ট থেকে দায়িত্বে আছেন। এর আগে তিনি সোনালী ব্যাংকের ডিএমডি ছিলেন। তারও আগে তিনি ছিলেন জনতা ব্যাংকের ডিএমডি।

রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীরও ২০২২ সালের আগস্ট থেকে দায়িত্বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...