Trending Now

রোবটিক্স ওয়ার্ল্ড কাপে বাংলাদেশি দলের বড় অর্জন

Date:

ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ বিশ্বে দ্বিতীয় হয়েছে বাংলাদেশের দল আটলাস। বিজ্ঞানের বৈশ্বিক মঞ্চে এটা বাংলাদেশের একটা উল্লেখযোগ্য অর্জন ও সাফল্য বলে মনে করা হচ্ছে। ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ বিশ্বের রোবট বিজ্ঞানের সবচেয়ে বড় আসর। একে রোবটিক্স ওয়ার্ল্ড কাপও বলা হয়। চলতি বছর বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশের ৩ শতাধিক দল এই আসরে অংশ নিয়েছিল।

অংশ নেয়া দেশগুলোর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, নেপাল, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, প্যারাগুয়ে, মিশর, উজবেকিস্তান, ইরান, ওমান, নাইজেরিয়া ও মালয়েশিয়া।

গত ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত ভারতের নয়ডায় অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৩। ‘ডব্লিউআরসি ইনোভেশন কনটেস্ট’সহ নয়টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এর মধ্যে ‘ডব্লিউআরসি ইনোভেশন কনটেস্ট’ বিভাগে বাংলাদেশি দল আটলাস প্রথম রানার্স আপ হয়েছে। এই বিভাগে অংশ নেয়া দলগুলো প্রকাশিত গবেষণা, ফিল্ড ডেটা বা উভয়ের মাধ্যমে নিজেদের উদ্ভাবনগুলো প্রদর্শন করে।

এই বিভাগে অংশগ্রহণকারী দলগুলোর রোবটগুলো কিভাবে সক্ষমতা, নির্ভুলতা, উপযোগিতা ও নতুনত্ব দেখায় তা বিচার করা হয়। এ বছর দুটি রোবট নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের দল আটলাস।

একটি ‘ডিফেন্ডার’ নামে অগ্নিনির্বাপক রোবট এবং অপরটি আটলাস স্পার্ক নামে খনিতে অনুসন্ধান ও উদ্ধার কাজে ব্যবহারের জন্য বহুমুখী রোবট।

আটলাস দলের সদস্যরা হলেন সানি জুবায়ের (ব্র্যাক ইউনিভার্সিটি), কাজী মোঃ মুহাইমিন উল ইসলাম মাহি (সিসিএন ইউএসটি), মোহাইমেনুল ইসলাম সোহান (আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি), মো তানজির আরাফাত (বিএএফ শাহীন কলেজ), আলভি সাকিব অরিন (ব্র্যাক ইউনিভার্সিটি)।

আরও পড়ুন: স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সেবা কী, কীভাবে কাজ করে, খরচ কেমন

এছাড়া দলে আরও ছিলেন শিহাব আহমেদ অনন্ত (নর্থ সাউথ ইউনিভার্সিটি), নাজিফ আহিয়ান (ফয়জুর রহমান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ), মোঃ রাকিবুল হাসান নিশাত (ড্যাফোডিল ইউনিভার্সিটি), এমডি মারুফ মিয়া (নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল), মোঃ আল মাহমুদ আলিফ (ফয়জুর রহমান আইডিয়াল স্কুল) ও কলেজ), সাকিবুল আহসান তিহাম (ব্র্যাক বিশ্ববিদ্যালয়) ও জান্নাতুল ফেরদৌস (ব্র্যাক বিশ্ববিদ্যালয়)।

দলের সার্বিক তত্ত্বাবধান করেন ব্র্যাক ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মোঃ সাইফুল ইসলাম। দলের এই অর্জনে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...