Trending Now

ডাঃ মিনহাজ আরেফিনের রিং স্থাপনে শতভাগ সফলতা

Date:

ইমরান ছিদ্দিকি

তরুন মেধাবী ও পরিশ্রমী চিকিৎসক হিসেবে ডাঃ মিনহাজ আরেফিন ইতিমধ্যে একের পর এক সফলতা অর্জন করেযাচ্ছেন ।তিনি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে নিয়মিত দায়ীত্ব পালন করে আসছেন । হার্টের রিং প্রতিস্থাপন, ইকো, এনজিওগ্রামের মত কার্যক্রম চালিয়ে সম্প্রতি বেশ খ্যাতি অর্জন করেছন । মিনহাজ আরেফিন এম,বি,বিএস পাশের পর স্বাস্থ্য ক্যাডারে বিসিএস করেন এবং বারডেম থেকে সিসিডি এবং উচ্চতর ডিগ্রী এফসিপিএস এবং এফএসসিএ্আই লাভ করেন আমেরিকা থেকে । কর্মময় জীবনে চিকিৎসা ও মানব সেবাই তার ধ্যান ধারনা । পারিবারিক জীবনে ডাঃ মিনহাজের ন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের একজন বিশেষজ্ঞ চিকিৎসক । তাছাড়া তিনি রাজধানীর উত্তরা হাই-কেয়ার কার্ডিয়াক ও নিউরো স্পেশালাইজড হসপিটালের চেম্বার ও প্রাইভেট চিকিৎসা সেবা দিয়ে থাকেন । সম্প্রতি নেত্রকোনা জেলার সদর উপজেলার আসনউড়া গ্রামের বেলী আক্তারের (২৬) হার্টের রক্তনালীতে ব্লক ধরা পড়ায় রাজধানীর সরকারি বেসরকারী হসপাতালে খোাঁজাখুঁজির পর প্রতিবেদকের মাধ্যমে ডাঃমিনহাজ আরেফিনের তত্তাবধানে উত্তরা হাই-কেয়ার হসপিটালে ভর্তি করাহয় এবং ভর্তি করার ২৪ ঘন্টার মধ্যে সরকারের বেধেঁ দেওয়া মূল্যে বেলী আক্তারের হার্টের রক্তনালীতে সফল ভাবে রিং প্রতিস্থাপন করা হয় এবং মাত্র ৩দিনে বেলী আক্তার স্বাভাবিক জীবনে ফিরে আসে । ডাঃ মিনহাজ এরকম অসংখ্য রোগীর জটিল চিকিৎসা দিয়ে যাচেছন হর হামেশায় । তিনি পেশাগত দায়ীত্ব পালনে বিভিন্ন সময়ে আমেরিকা,সিঙ্গাপুর,মালশিয়া,ভারত,দক্ষিন কোরিয়া, জার্মানী থেকে উ”চতর প্রশিক্ষন নিয়েছেন ।ডাঃ আরেফিন আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির মেম্বার । এ ব্যাপারে ঢাকা মেডিকেলের নিউরো সার্জন ও বিভাগীয় প্রধান ডাঃ শফিকুল ইসরাম বলেন, মিনহাজ আরেফিন একজন ভালো মানের ডাক্তার চিকিৎসা সেবায় তার উপর আস্থা রাখাযায় । এ প্রসঙ্গে হাই কেয়ার হসপিটালের বিভিন্ন রোগীর সাথে কথাবলে জানাযায় ডাঃমিনহাজ একজন আর্দশ ও ভদ্র চিকিৎসক তার ব্যাবহারে রোগীর মনে বেচেঁ থাকার ইচ্ছে ফিরে আসে । চিকিৎসা সেবা নিয়ে জানতে চাইলে ডাঃ মিনহাজ প্রতিবেদককে জনান,উত্তরা হাই-কেয়ারে বিশ্ব মানের যন্ত্রপাতির সাহায্যে হার্ট,ব্রেইন সহ সূলভ মূল্যে জটিল রেগের অপারেশন করা হয়ে থাকে যার সফলতা প্রায় শতভাগ । হার্টের রিং প্রতিস্থাপনে ডাঃ মিনহাজ আরিফিনের সাফল্য শতভাগ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...