Trending Now

এভাবেই হারের হতাশায় বসে পড়েন রশিদ খান

Date:

নেট রানরেটের সব হিসাব জানত না আফগানরা

এভাবেও তবে হারা যায়! তীরে এসে নিজেদের ভুলেই এশিয়া কাপে তরি ডুবেছে আফগানিস্তানের। সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হতে শ্রীলঙ্কার দেওয়া ২৯২ রানের লক্ষ্য আফগানিস্তানকে ছুঁতে হতো ৩৭.১ ওভারের মধ্যে। তবে ৩৭.১ ওভারের মধ্যে জিততে না পারলেও সুযোগ ছিল তাদের। সে ক্ষেত্রে ৩৭.৪ ওভারের মধ্যে করতে হতো ২৯৫ রান। এমনকি স্কোর টাই করার পর, মানে ২৯১ রান করার পরও ছক্কা মেরে জিতলেও আফগানিস্তানের সুযোগ ছিল ৩৮.১ ওভার পর্যন্ত।

৩৭তম ওভারের শেষ বলে রশিদ চার মারার পর আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। মুজিব আউট হয়ে যাওয়াতেই আশা শেষ, আফগানিস্তানকে দেখে মনে হয়েছে এমন। ফারুকির ব্যাটিংয়ের ধরনেও ফুটে উঠেছে সেটি। আর ম্যাচ শেষে নেট রানরেটের হিসাব না জানার কথা স্বীকার করেছেন আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট। বলেছেন, তাঁরা শুধু ৩৭.১ ওভারে ২৯২ রান করার কথাই জানতেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভুল স্বীকার করে নিয়ে ট্রট বলেছেন, ‘আমাদের হিসাবগুলো সম্পর্কে জানানো হয়নি। আমরা যা জেনেছি, তা হলো আমাদের ৩৭.১ বলের মধ্যে জিততে হবে। আমাদের বলা হয়নি কত ওভারের মধ্যে আমরা ২৯৫ বা ২৯৭ রান করলেও হবে। ৩৮.১ ওভারের মধ্যে জয়ের বিষয়টি আমাদের কখনোই বলা হয়নি।’

যদিও বিশেষ কিছু তথ্যের জন্য দলগুলো ম্যাচ অফিশিয়ালদের ওপর নির্ভর করে, তবে নেট রানরেটের হিসাব সহজবোধ্য ব্যাপার। আর এ জন্য হাইপ্রোফাইল দলগুলোয় একজন ম্যাচ–বিশ্লেষকও থাকে। এর আগেও এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে ২০০৩ বিশ্বকাপে হিসাব না জেনে দক্ষিণ আফ্রিকার বিদায় নেওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে।

আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট

আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট

এরপর ২০১৪ সালের আইপিএলেও ঘটেছিল এমন ঘটনা। প্লে–অফ নিশ্চিত করার জন্য মুম্বাই ইন্ডিয়ানসের ১৪.৩ ওভারে ১৯০ করতে হতো। নির্ধারিত ওভারে মুম্বাই ১৮৯ রান করতে পারে। তবে আরও একটি হিসাব ছিল। পরের বলে যদি তারা ছক্কা মারতে পারত, তা–ও তারা প্লে–অফে কোয়ালিফাই করতে পারবে। জেমস ফকনার সেই ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন

যদিও বিশেষ কিছু তথ্যের জন্য দলগুলো ম্যাচ অফিশিয়ালদের ওপর নির্ভর করে, তবে নেট রানরেটের হিসাব সহজবোধ্য ব্যাপার। আর এ জন্য হাইপ্রোফাইল দলগুলোয় একজন ম্যাচ–বিশ্লেষকও থাকে। এর আগেও এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে ২০০৩ বিশ্বকাপে হিসাব না জেনে দক্ষিণ আফ্রিকার বিদায় নেওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে।

আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট

আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট

এরপর ২০১৪ সালের আইপিএলেও ঘটেছিল এমন ঘটনা। প্লে–অফ নিশ্চিত করার জন্য মুম্বাই ইন্ডিয়ানসের ১৪.৩ ওভারে ১৯০ করতে হতো। নির্ধারিত ওভারে মুম্বাই ১৮৯ রান করতে পারে। তবে আরও একটি হিসাব ছিল। পরের বলে যদি তারা ছক্কা মারতে পারত, তা–ও তারা প্লে–অফে কোয়ালিফাই করতে পারবে। জেমস ফকনার সেই ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন

হিসাব-নিকাশের এমন গরমিলে হতাশাজনকভাবে বিদায় নিলেও নির্দিষ্ট একটি কারণে ম্যাচ হেরেছেন বলে মনে করেন না ট্রট। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বোলিং আরও ভালো করতে পারতেন বলে মনে করছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার, ‘আমার মনে হয় না আমাদের হারের পেছনে একটি কারণ রয়েছে।  ম্যাচে এমন কিছু জায়গা ছিল, যেখানে আমরা আরও ভালো করতে পারতাম। সেটা আজকের ম্যাচেও ছিল, তেমনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও ছিল। কিছু জায়গায় আমরা বাজে কিছু ভুল করেছি, যার মূল্য আমাদের দিতে হয়েছে। আমরা যদি তাদের আরও কম রানে আউট করতে পারতাম, তবে আরও ভালো হতো। কিন্তু সেটা আমরা করতে পারিনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...