Trending Now

উত্তাল সাগর, সৈকতে তীব্র ভাঙন

Date:

ডেস্ক নিউজ : বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হওয়ায় তীব্র ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের বেশকিছু এলাকা। গেল কয়েকদিনের টানা বৃষ্টি, লঘুচাপ ও ভরা পূর্ণিমার জোয়ার অব্যাহত থাকায় বেড়েই চলেছে ভাঙনের তীব্রতা। এভাবে ভাঙতে থাকলে হুমকির মুখে পড়বে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সৈকতে লাগোয়া ছোট-বড় অনেক স্থাপনা। আর তাই দ্রুত সময়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবি স্থানীয় সচেতন মহলের।

সরেজমিনে সোমবার (২৯ জুলাই) গিয়ে দেখা গেছে, সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, শৈবাল পয়েন্ট, লাবণী পয়েন্টসহ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এ সময় শতাধিক ঝাউগাছ ও জিও ব্যাগগুলো থেকে বালি সরে যেতে দেখা যায়। 

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিপাত, পূর্ণিমার জোয়ার ও লঘুচাপের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউয়ের তীব্রতা বেড়েছে। কূলে আঁচড়ে পড়া ঢেউ সজোরে আঘাত করছে জিও ব্যাগে। এসব জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত হয়ে সমুদ্রের পানি ঝাউ বাগানে গিয়ে পড়ছে। ফলে মাটি নরম হয়ে একে একে নুইয়ে পড়ে ভেঙে যাচ্ছে ঝাউগাছগুলো। যার কারণে এখন হুমকির মুখে পড়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও বালিয়াড়িতে লাগোয়া ছোট-বড় স্থাপনা। দ্রুত সময়ের মধ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না গেলে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

কক্সবাজার বাহারছড়া এলাকার রফিক উদ্দিন বলেন, ‘ছোটবেলা থেকে সাগরপাড়ের ভাঙন দেখে আসছি। বর্ষাকাল এলে প্রতিবছরই ছোট-বড় ভাঙন দেখা দেয়। এবারের ভাঙন কিন্তু অন্যরকম। ঢেউয়ের ধাক্কায় শত শত ঝাউ গাছ ভেঙে যাচ্ছে।’ 

কবিতা চত্বর এলাকায় সাগরপাড়ের বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, ‘থাকার মতো জায়গা জমি নেই বলে সাগরপাড়ে ঝাউ বাগানে ঝুপড়ি ঘরে থাকি। সাগরের ভাঙন দেখে ভয় হচ্ছে কখন না জানি আমার ঝুপড়িটাও জোয়ারের পানিতে তলিয়ে যায়।’ 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। যার কারণে জোয়ারের পানির ধাক্কায় কক্সবাজারের নাজিরারটেক, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, শৈবাল পয়েন্ট, লাবণী পয়েন্টসহ বেশ কয়েক জায়গায় ভাঙন দেখা দিয়েছে। 

তিনি আরও জানান, সম্প্রতি সময়ে প্রায় ২শ বড় এবং ১৪শ ছোট ঝাউ চারা উপড়ে গেছে। ভাঙন রোধে গাইড ওয়াল ও টেকসই বনায়ন করলে ভাঙন রোধ হতে পারে। 

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিথুন ওয়াদ্দাদার জানান, তীর ভাঙন প্রতিরোধে ৬ কিলোমিটার এলাকাজুড়ে শিগগিরই অত্যাধুনিক ফ্লাড ওয়াল ও ব্লক নির্মাণ করা হবে। এ কাজ সম্পন্ন হলে রক্ষা পাবে ঝাউ বাগান। এছাড়াও বেড়াতে আসা পর্যটকদের জন্য এটা একটি ভোলো খবর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...