Trending Now

সমৃদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ে বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

Date:

ডেস্ক রিপোর্ট : সমুদ্রপৃষ্ঠের ক্রমবর্ধমান উচ্চতা ‘দুর্ভোগের ক্রমবর্ধমান জোয়ার’ তৈরি করছে মন্তব্য করে এ বিষয়ে বিশ্বকে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বের হুমকি মোকাবিলায় সাধারণ পরিষদের উচ্চ-পর্যায়ের বৈঠকের উদ্বোধনে তিনি এই বিষয়ে কথা বলেন। 

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘বিশ্বব্যাপী প্রায় এক বিলিয়ন মানুষ নিচু উপকূলীয় অঞ্চলে বাস করে। ঝড়ের ঢেউ, উপকূলীয় ক্ষয় এবং বন্যার জন্য ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে তাদের জীবন-যাত্রা। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো তাদের অর্থনৈতিক কার্যকারিতা এবং এমনকি অস্তিত্বের জন্য ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন।’

‘বিংশ শতাব্দীর শুরু থেকে, বৈশ্বিক গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পূর্ববর্তী যেকোনো শতাব্দীর তুলনায় অন্তত গত তিন হাজার বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, জীবাশ্ম জ্বালানী পোড়ানো আমাদের গ্রহকে উত্তপ্ত করছে, সমুদ্রের জল প্রসারিত করছে এবং বরফ গলছে।’

‘কিন্তু এর শেষ কোথায় হবে তা তারা বলতে পারে না। সেটা আজ বিশ্বনেতাদের কাছে। তাদের পছন্দগুলো ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির স্কেল, গতি এবং প্রভাব নির্ধারণ করবে।’

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘প্রাক-শিল্প স্তরের উপরে তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে বৃদ্ধি বিশ্বকে বিপজ্জনক টিপিং পয়েন্টের অতীত নিয়ে যেতে পারে। সম্ভাব্যভাবে গ্রীনল্যান্ড এবং পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের দীর্ঘমেয়াদী, অপরিবর্তনীয় পতনের দিকে যেতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে, আজ জীবিত লোকেরা সমুদ্রের স্তর মিটার বৃদ্ধির সাক্ষী হতে পারে।

নিচু উপকূলীয় অঞ্চলে প্রায় ৯’শ মিলিয়ন লোক বাস করে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, ক্রমবর্ধমান সমুদ্র মানে দুর্দশার ক্রমবর্ধমান জোয়ার: আরও তীব্র ঝড়, উপকূলীয় ক্ষয়, এবং উপকূলীয় বন্যা; সম্প্রদায়গুলি জলাবদ্ধ, পানি দূষিত, ফসল নষ্ট, অবকাঠামো ক্ষতিগ্রস্ত, জীববৈচিত্র্য ধ্বংস, এবং অর্থনীতি ধ্বংস হয়েছে— মৎস্য, কৃষি এবং পর্যটনের মতো খাতগুলো বিপর্যস্ত।’

‘দরিদ্র ও দুর্বলরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমি এটি সম্প্রতি প্রশান্ত মহাসাগরে দেখেছি, যেখানে ঘূর্ণিঝড় দ্বীপের অর্থনীতির অংশগুলোকে ছিন্নভিন্ন করে ফেলছে। ২০১৫ সালে, ভানুয়াতু তার জিডিপির অর্ধেকেরও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছিল। এদিকে, পানামায় শত শত দ্বীপ পরিবার মূল ভূখণ্ডে স্থানান্তরিত হয়েছে। বাংলাদেশে নোনা পানি পানীয় জলকে দূষিত করছে, ফসল নষ্ট করছে এবং স্বাস্থ্যের হুমকি তৈরি করছে যা মারাত্মক হতে পারে, বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য। সেনেগালের সেন্ট লুই শহরে, বাড়িঘর, স্কুল, ছোট ব্যবসা এবং মসজিদগুলো জোয়ারে পরিত্যক্ত হয়েছে বলে জানা গেছে।’ 

আন্তোনিও গুতেরেস বলেন, ‘উন্নত দেশগুলো এর ক্ষতি ও অভিযোজনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে, কিন্তু আমরা খারাপের দিকে যাচ্ছি। আজকের বিতর্কের শিরোনামটি আমাদের মনে করিয়ে দেয়, কারও কারও জন্য এটি অস্তিত্বগত হতে পারে। পুরো দ্বীপ হারিয়ে গেছে, উপকূলীয় সম্প্রদায়গুলো ধ্বংস হয়ে যায়, কারণ জমিগুলো বসবাসের অযোগ্য এবং বীমার অযোগ্য হয়ে পড়ে। ব্যাপক স্থানচ্যুতি অন্যত্র দুষ্প্রাপ্য সম্পদের উপর চাপ সৃষ্টি করতে পারে, যা ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতির প্রদাহ সৃষ্টি করে।’

তিনি বলেন, ‘বৈশ্বিক বাণিজ্য, খাদ্য ব্যবস্থা এবং সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হবে কারণ বন্দর ক্ষতিগ্রস্ত হবে এবং কৃষি জমি এবং মৎস্য সম্পদ ধ্বংস হবে। ক্রমবর্ধমান সমুদ্রগুলো কেবল উপকূলরেখা নয়, অর্থনীতি, রাজনীতি এবং নিরাপত্তাকেও নতুন আকার দেবে।’

নির্গমন কমাতে শুধু কঠোর পদক্ষেপই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সীমিত করতে পারে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, শুধু কঠোর পদক্ষেপই মানুষকে ক্রমবর্ধমান জল থেকে নিরাপদ রাখতে পারে।

কপ-৩০ এর আগে সমস্ত দেশকে অবশ্যই নতুন জাতীয় জলবায়ু কর্ম পরিকল্পনা দিতে হবে বলেও উল্লেখ করেন আন্তোনিও গুতেরেস।

তিনি বলেন, ‘এগুলোকে অবশ্যই ১.৫ ডিগ্রির সঙ্গে সারিবদ্ধ করতে হবে। অর্থনীতির সমস্ত সেক্টরকে কভার করতে হবে, জীবাশ্ম জ্বালানি দ্রুত এবং ন্যায্যভাবে বের করার জন্য আমাদেরকে ট্র্যাকে রাখতে হবে।’

বিশ্বব্যাপী নির্গমনে জি-২০ প্রায় ৮০ শতাংশের জন্য দায়ী উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘অবশ্যই তাদের জীবাশ্ম জ্বালানী উৎপাদন এবং ব্যবহারের পরিকল্পনাগুলোকে ১.৫ ডিগ্রি রাখতে নেতৃত্ব দিতে হবে।’

আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমাদের এই বছর কপ-২৯ এ একটি শক্তিশালী আর্থিক ফলাফল দরকার।জলবায়ু ন্যায়বিচারের দিকে একটি পদক্ষেপ হিসাবে আমাদের নতুন ক্ষতি এবং ক্ষতির তহবিলে গুরুত্বপূর্ণ অবদানের প্রয়োজন। ২০২৫ সালের মধ্যে আমাদের উন্নত দেশগুলোর অভিযোজন অর্থায়নকে বছরে কমপক্ষে ৪০ বিলিয়নে দ্বিগুণ করতে হবে এবং তারা কীভাবে অভিযোজন অর্থের ব্যবধান বন্ধ করবে তা দেখাতে হবে। আমাদের বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্কগুলোকে আরও বড়, সাহসী এবং উন্নয়নশীল দেশগুলোতে আরও বেশি সাশ্রয়ী মূল্যের অর্থ সরবরাহ করতে সক্ষম হওয়ার জন্য সংস্কার করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা ভবিষ্যতের শীর্ষ সম্মেলনে সত্যিকারের অগ্রগতি করেছি। আমাদের অবশ্যই এটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী বছর সামাজিক উন্নয়নের জন্য বিশ্ব শীর্ষ সম্মেলন এবং উন্নয়নের জন্য অর্থায়ন সম্মেলনে অন্তর্ভুক্ত।’ 

এ সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়ে আন্তর্জাতিক আইনি কাঠামোর ফাঁকগুলো অবশ্যই সমাধান করতে হবে বলেও মনে করেন জাতিসংঘ মহাসচিব।

তিনি বলেন, ‘বিদ্যমান সামুদ্রিক সীমানা রক্ষা করে সম্পদে অব্যাহত অ্যাক্সেস নিশ্চিত করতে; সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা করা এবং চরম পরিস্থিতিতে রাষ্ট্রীয়তার সঙ্গে সম্পর্কিত প্রভাবগুলো মোকাবিলা করতে হবে। কোটি কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষাকে আমরা জলে ফেলে দিতে পারি না। আমরা দেশ ও সম্প্রদায়ের ধ্বংস হতে দিতে পারি না।’   তথ্যসূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...