Trending Now

‘বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র’

Date:

ডেস্ক রিপোর্ট : মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে। বুধবার (১৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি বাংলাদেশে উন্নয়ন, নিরাপত্তা পরিস্থিতি, মানবাধিকার সমস্যা এবং সেখানে গণতন্ত্র পুনরুদ্ধার সম্পর্কে জানতে চান।

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে যোগাযোগ করেছি।’

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না, তবে আমরা বাংলাদেশে সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার জন্য চাপ অব্যাহত রেখেছি।’

ওই সাংবাদিক আরও জানতে চান, সপ্তাহান্তে দুই ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান- রাজা কৃষ্ণমূর্তি এবং শ্রী থানেদার, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে চিঠি লেখেন। দুই পৃথক চিঠিতে বাংলাদেশে হিন্দুদের জীবন রক্ষায় তার হস্তক্ষেপ এবং সাহায্য চেয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী কি সেই চিঠিগুলো পেয়েছেন? তিনি কি এই দুই কংগ্রেসম্যানের উত্থাপিত ইস্যুগুলোর সমাধান করছেন?

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা কংগ্রেসে অংশীদারদের সাথে জড়িত আছি। আমি সুনির্দিষ্ট চিঠিপত্রের দিকে যাচ্ছি না, তবে আপনারা মনে রাখবেন যে অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূসের সহিংসতা অবসানের আহ্বানকে আমরা স্বাগত জানাই। নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় ইউনূস সরকারের ফোকাস রয়েছে।’

প্রসঙ্গত, জনরোষে টিকতে না পেরে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। যারা বর্তমানে দেশ চালাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...