Trending Now

হার্টের রিং প্রতিস্থাপনে ডাঃ মিনহাজ আরিফিনের অভূতপূর্ব সাফল্য

Date:

ইমরান ছিদ্দিকি রুবেল
তরুন মেধাবী ও পরিশ্রমী চিকিৎসক হিসেবে ইতিমধ্যে চিকিৎসা সেবায় সুনাম অর্জন করেছেন ডাঃ মিনহাজ আরেফিন ।কর্মময় জীবনে তিনি ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছেন । হার্টের রিং প্রতিস্থাপন , ইকো ,এনজিওগ্রামের মত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত । তিনি এম,বি,বিএস পাশের পর স্বাস্থ্য ক্যাডারে বিসিএস করেন এবং বারডেম থেকে সিসিডি এবং উচ্চতর ডিগ্রী এফসিপিএস এবং এফএসসিএ্আই লাভ করেন আমেরিকা থেকে । সঠিক রোগ নির্নয় যত্ন সহকারে চিকিৎসা ও মানব সেবাই তার ধ্যান ধারনা । পারিবারিক জীবনে ডাঃ মিনহাজের ন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের একজন বিশেষজ্ঞ চিকিৎসক । তাছাড়া তিনি রাজধানীর উত্তরা হাই-কেয়ার কার্ডিয়াক ও নিউরো স্পেশালাইজড হসপিটালের চেম্বার ও প্রাইভেট চিকিৎসা সেবা দিয়ে থাকেন । সম্প্রতি নেত্রকোনা জেলার সদর উপজেলার আসনউড়া গ্রামের বেলী আক্তারের (২৬) হার্টের রক্তনালীতে ব্লক ধরা পড়ায় রাজধানীর সরকারি বেসরকারী হসপাতালে খোাঁজাখুঁজির পর প্রতিবেদকের মাধ্যমে ডাঃমিনহাজআরেফিনের তত্ত্বাবধানে উত্তরা হাই-কেয়ার হসপিটালে ভর্তি করাহয় এবং সেখানে ভর্তি করার ২৪ ঘন্টার মধ্যে সরকারের বেধেঁ দেওয়া মূল্যে বেলী আক্তারের হার্টের রক্তনালীতে সফল ভাবে রিং প্রতিস্থাপন করেন ডাঃ মিনহাজ । মাত্র ৩ দিনে বেলী আক্তার স্বাভাবিক জীবনে ফিরে আসে যা ছিল বেলী আক্তারের অভূতপূর্ন অভিজ্ঞতা। ডাঃ মিনহাজ এরকম অসংখ্য রোগীর জটিল চিকিৎসা দিয়ে যাচেছন হর হামেশায় । তিনি পেশাগত দায়ীত্ব পালনে বিভিন্ন সময়ে দক্ষতা অর্জনে সিঙ্গাপুর,মালশিয়া,ভারত,দক্ষিন কোরিয়া, জার্মানী থেকে উচ্চতর প্রশিক্ষন নিয়েছেন । ডাঃ আরেফিন আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির মেম্বার । আরেফিন সর্ম্পকে জানতে চাইলে ঢাকা মেডিকেলের নিউরো সার্জন ও নিউরো বিভাগীয় প্রধান ডাঃ শফিকুল ইসলাম বলেন, মিনহাজ আরেফিন একজন ভালো মানের ডাক্তার চিকিৎসা সেবায় তার উপর আস্থা রাখাযায় । এ প্রসঙ্গে হাই কেয়ার হসপিটালের বিভিন্ন রোগীর সাথে কথাবলে জানাযায়, ডাঃমিনহাজ একজন আর্দশ ও ভদ্র চিকিৎসক তার ব্যাবহারে রোগীর মনে বেচেঁ থাকার স্বপ্ন ফিরে আসে । চিকিৎসা সেবা নিয়ে জানতে চাইলে ডাঃ মিনহাজ প্রতিবেদককে জানান,উত্তরা হাই-কেয়ারে বিশ্বমানের যন্ত্রপাতির সাহায্যে হার্ট,ব্রেইন সহ সূলভ মূল্যে জটিল রেগের অপারেশন করা হয়ে থাকে যার সফলতা শতভাগ । কেউ চাইলে ন্যশনাল হার্ট ফাউন্ডেশন অথবা হাই কেয়ারে আমার মাধ্যমে চিকিৎসা নিতে পারেন রোগী প্রতি আন্তরিক সেবাই আমার কাম্য ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...