Trending Now

ইকুয়েডরে গ্যাং সহিংসতায় অন্তত ১০ জন নিহত

Date:

সংলাপ ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে অপরাধী চক্রের সাথে সহিংসতায় আইন প্রয়োগকারী সংস্থার দুই কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, ইকুয়েডরের প্রেসিডেন্ট এই ঘটনাকে ‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত’ হিসেবে বর্ণনা করেছেন।

ইকুয়েডরের লস ক্রোনেরস নামের একটি মাদকচক্রের নেতা এডলফো মাসিয়াস গত রোববার কারাগার থেকে পালিয়ে যান। এরপর ইকুয়েডরের সরকার অপরাধীচক্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সামরিক অভিযানের নির্দেশ দেওয়া হয়। এর জেরে বিভিন্ন অপরাধী গ্যাংগুলো পাল্টা জবাব দেওয়া শুরু করে।

স্থানীয় পুলিশ প্রধান মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, বন্দর নগরী গুয়োকিলে ধারাবাহিক হামলায় আটজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

এক্স-এ পোস্ট করা একটি পৃথক বিবৃতিতে পুলিশ আরও বলেছে, নোবোল শহরে দুই পুলিশ কর্মকর্তাকে ‘সশস্ত্র অপরাধী চক্র’ নির্মমভাবে হত্যা করেছে।

‘লস ক্রোনেরস’ অপরাধ দলের নেতা এডলফো মাসিয়াস পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট নোবোয়া সোমবার দেশব্যাপী ৬০ দিনের জরুরি অবস্থা এবং রাতে কারফিউ ঘোষণা করেছে। এর জেরে বিভিন্ন অপরাধী গ্যাংগুলো পাল্টা জবাব দেওয়া শুরু করে।

তারা পুলিশ কর্মকর্তাদের জিম্মি করে এবং বেশ কয়েকটি শহরে বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া গতকাল মঙ্গলবার গুয়াকিল শহরের রাষ্ট্রায়ত্ত টিসি টেলিভিশনের স্টুডিওতে বন্দুক ও বিস্ফোরক নিয়ে হামলা চালায় দুর্বত্তরা। 

গত বছরের অক্টোবরে ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ড্যানিয়েল নোবোয়া। ৩৫ বছর বয়সী নোবোয়া দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। মাদক-সম্পর্কিত সহিংসতার বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার নিয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি ‘সন্ত্রাসী সংগঠন এবং যুদ্ধবাজ ও রাষ্ট্রবিরোধী মহল’ হিসেবে অভিহিত গ্যাংগুলোর বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

এদিকে দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার রাজধানী কুইটোসহ একাধিক স্থানে বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার খবর দিয়েছে। এ ছাড়া সাত পুলিশ কর্মকর্তাকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে।

এই পরিস্থিতিতে দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

লাতিন আমেরিকার শীর্ষ মার্কিন কূটনীতিক ব্রায়ান নিকোলস বলেছেন, ‘সহিংসতা এবং অপহরণের কারণে ওয়াশিংটন অত্যন্ত উদ্বিগ্ন। নোবোয়ার দলকে সহায়তা প্রদান ও ঘনিষ্ঠ যোগাযোগে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।’

গতকাল মঙ্গলবার চিলি, কলম্বিয়া এবং ব্রাজিল প্রেসিডেন্ট নোবোয়াকে সমর্থন করে বার্তা পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...