Trending Now

নেত্রকোনা-৫ মনোনয়ন বঞ্চিত দুই স্বতন্ত্র প্রার্থী ও আ.লীগ নেতা ; নৌকা ডোবাতে মরিয়া

Date:

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা)ঃ
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নৌকা ডোবাতে মরিয়া আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত দুই স্বতন্ত্র প্রার্থী। তাদের একজন হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ড. আনোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির। তাদেরকে সমর্থন দিয়ে নিয়মিত নির্বাচনী প্রচারণা নেমেছে জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জি. তুহিন আহাম্মেদ খান, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ পারভীন। তারা প্রতীক বরাদ্দের প্রথম দিকে নৌকার পক্ষে কাজ করলেও এখন পুরোদমে নৌকার বিপক্ষে নির্বাচনে অংশ নিয়েছেন। তারা নৌকার প্রার্থী ও বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন’র বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন। এতে এ আসনে দলের তৃলমূলের নেতাকর্মী এখন ত্রিধারায় বিভক্ত। তবে মাঠ জরিপে নৌকা প্রচারে এগিয়ে আছেন। তৃণমূলের নেতৃবৃন্দরা মনে করেন নৌকার প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবেন।
নৌকার মনোনীত প্রার্থী আহমদ হোসেন বিরুদ্ধে ভোটের মাঠে ঈগল প্রতীক নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আনোয়ার হোসেন এবং ট্রাক প্রতীক নিয়ে ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় নেতাকর্মীরা আহমদ হোসেনকে সমর্থন করলেও দলের একাংশের নেতা-কর্মীরা প্রকাশ্যে ও গোপনে সমর্থন দিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীদের।
স্থানীয় একটি সূত্রে জানা গেছে, নৌকাকে পরাজিত করতে জামাত-বিএনপি ও ইসলামী আন্দোলন’র কর্মীদের সাথে বিভিন্নভাবে সখ্যতা গড়ে তুলতে চেষ্টা করছেন স্বতন্ত্র প্রার্থীরা।
জানা গেছে, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আ.লীগ সদস্য শেখ রাজু আহাম্মেদ রাজ্জাক সরকার, জেলা আ.লীগ নেতা এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুবলীগের সাবেক আহŸায়ক মাসুদ আলম তালুকদার টিপু, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আইয়ূব আলী, সাবেক কমান্ডার মো. নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যানগণ, ইউনিয়ন আ.লীগের সভাপতিসহ দলের নেতাকর্মীর একাংশ নৌকার প্রার্থী আহমদ হোসন’র পক্ষে রয়েছে।
অন্যদিকে নৌকার পক্ষ ছেড়ে জেলা আ.লীগ সদস্য ইঞ্জি. তুহিন আহাম্মেদ খান, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ পারভীনসহ অন্য অংশ রয়েছে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির পক্ষে এবং অপর একটি অংশ ড. আনোয়ার হোসেন’র পক্ষে অবস্থান নিয়েছে। সব মিলিয়ে ওই দুই স্বতন্ত্র প্রার্থীই নৌকার প্রার্থীকে হারাতে মরিয়া হয়ে উঠেছেন। উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনকে নৌকা পক্ষে প্রকাশ্যে কাজ করতে দেখা যাচ্ছে না।
এসব ব্যাপারে নেতৃস্থায়ীরা বলেন, নৌকার প্রার্থীর বিরদ্ধে নির্বাচন করা তুহিন খান, শাহনাজ পারভীনের জন্য ঠিক হচ্ছে না। এতে দলের নেতাকর্মী বিভক্ত হয়ে পড়েছেন। নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা তাঁর হয়েই কাজ করছি বলে জানালেন উপজেলা সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু। তিনি বলেন, ‘আমরা দল করি এবং দলের আদর্শকে ভালোবাসি। তাই নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রশ্নই আসে না। দল মনোনীত প্রার্থীর পক্ষেই নেতাকর্মীকে নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ ও তৃণমুল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহহাব হামিদী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে মনে করছেন সাধারণ ভোটারা। নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে দলীয় ৩ প্রার্থী ও স্বতন্ত্র ২ প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...