Trending Now

‘রাজনৈতিক সরকার ভোটের আগে বড় প্রকল্প শেষ করে’

Date:

নির্বাচনের আগে আগে বড় প্রকল্প গ্রহণ এবং একের পর এক প্রকল্প উদ্বোধন করার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন যে সরকার জনগণের সুবিধার জন্য প্রকল্প বাস্তবায়ন করছে এবং এতে মানুষ উপকৃত হচ্ছেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমরা অবশ্যই ভোটের রাজনীতি করি। প্রকল্প বাস্তবায়ন করার বিষয়ে রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। প্রকল্প বাস্তবায়নে ভোটের সময় বেশি করে যাব। এখন পর্যন্ত যত বড় প্রকল্পের উদ্বোধন হয়েছে, তা জনগণের কাজে লেগেছে।’

নির্বাচনের আগে আগে বড় প্রকল্প গ্রহণ এবং একের পর এক প্রকল্প উদ্বোধন করার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন যে সরকার জনগণের সুবিধার জন্য প্রকল্প বাস্তবায়ন করছে এবং এতে মানুষ উপকৃত হচ্ছেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমরা অবশ্যই ভোটের রাজনীতি করি। প্রকল্প বাস্তবায়ন করার বিষয়ে রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। প্রকল্প বাস্তবায়নে ভোটের সময় বেশি করে যাব। এখন পর্যন্ত যত বড় প্রকল্পের উদ্বোধন হয়েছে, তা জনগণের কাজে লেগেছে।’

গত শনিবার অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এখন মর্যাদা বাড়ানোর প্রকল্প (প্রেস্টিজ প্রজেক্ট) করার সময় নয়। এখন গরিব ও নিম্নমধ্যবিত্ত মানুষকে সুরক্ষা দেওয়ার সময়। মেট্রোরেল ১, ২, ৩; কক্সবাজার রেলপথ—এসব প্রকল্প অন্য সময় করলেও হবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘শাস্ত্রে আছে, যত মত তত পথ। কারোর মন্তব্যের ওপর মন্তব্য করব না। পদ্মা সেতু চালু হওয়ায় এই পথ দিয়ে যাওয়া মানুষেরা রোমাঞ্চিত বোধ (ফিল এক্সাইটেড) করেন। এসব প্রকল্প বাস্তবায়নে মানুষ উপকৃত হচ্ছেন। যদি দিন শেষে লাভ হয়, তাহলে লাভ; দিন শেষে ক্ষতি হলে ক্ষতি।’

সামষ্টিক অর্থনীতির সূচক সম্পর্কে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘অর্থনীতি কখনো সরলরেখায় চলে না। ওঠানামা থাকবেই। অর্থনীতি নামলে আমরা অখুশি হই। অর্থনীতি কখনো কখনো অবনমিত হয়। অর্থনীতির গতিপথ অনেকটা করাতের মতো।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় সব মিলিয়ে ১৭টি প্রকল্প পাস হয়। এতে খরচ হবে ১২ হাজার ৯৫১ কোটি টাকা।

পাস হওয়া একটি প্রকল্প হলো ১ হাজার ৩৭১ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প। এই প্রকল্পের জন্য ৩০ একর জমি লাগবে। এর মধ্যে ৫০ শতাংশ জমি বর্ষার সময় পানির নিচে ডুবে যায় বলে পরিকল্পনা কমিশন মতামত দিয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে ওই সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রণালয়ের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম বলেন, ‘আমরা আমাদের মতামত দিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, পুরো জমি লাগবে। তিনি সেভাবেই অনুমোদন দিয়েছেন। সেখানে ২৭টি ভবন হবে।’

এ ছাড়া প্রধানমন্ত্রী জমি অধিগ্রহণের আগে প্রথমবার পরিদর্শনের সময় ছবি তুলে আনার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, জমি অধিগ্রহণের কথা উঠলেই ওই সব এলাকায় রাতারাতি ঘরবাড়ি উঠে যায়। তাই তিনি এই নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া নড়াইল-কালিয়া জেলা মহাসড়কে নবগঙ্গা নদীর ওপর সেতুর নকশা পরিবর্তনে বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। কারণ, ওই সেতুর উচ্চতা কম হওয়ায় এখন নতুন করে নকশা করতে হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...