Trending Now

গোয়েন্দা সংস্থার সঙ্গে সিইসির বৈঠক

Date:

ইমরান ছিদ্দিকি আসন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্তাব্যক্তিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন সিইসি।

এরপর বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়েরের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার। 

এসব বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, যেহেতু সামনে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত অন্যান্য বিষয় রয়েছে, এ জাতীয় সাক্ষাৎ, আলোচনা প্রতিদিনই হতে পারে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা আন্দোলনে থাকা বিএনপি ও শরিক দলের অবরোধ কর্মসূচির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
 
বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক বিষয়ে অবহিত করবেন কমিশনের সদস্যরা। এরপর মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল দেওয়ার কথা রয়েছে।

ভোট সামনে রেখে ৩০ অক্টোবর আইন শৃঙ্খলা সভা করে ইসি। সেই সভা শেষে ইসি সচিব বলেছিলেন, গোয়েন্দা সংস্থার প্রধানরা যে বক্তব্য দিয়েছেন, তাদের যে প্রতিবেদন- এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। হরতালের পর অবরোধ দিয়েছে বিএনপি, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন, যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে।

সচিব সেদিন জানান, নির্বাচনের তফসিল ঘোষণার সময়, তফসিল ঘোষণার পরে, নির্বাচনের সময় যখন যে পরিস্থিতি আসবে, তখন আইন শৃঙ্খলাবাহিনী কমিশনকে তা অবহিত করবে এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে।

এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে দশম ও একাদশ সংসদ নির্বাচনের সময় তফসিল ঘোষণার দিন ঘিরে নির্বাচন ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ...

প্রাইম ইসলামী লাইফের নিট দায় ১৪৮৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম...

জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন...

কেন্দুয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) যোগদান

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে...