Trending Now

শেখ হাসিনাকে থাইল্যান্ড, সুইজারল্যান্ড ও ডেনমার্কের অভিনন্দন

Date:

সংলাপ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন, সুজারল্যান্ডের প্রেসিডেন্ট ভায়োলা আমহার্ড ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেদেরিকসেন।

শেখ হাসিনাকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় থাই প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার বিস্ময়কর সাফল্য এবং পঞ্চম  মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় থাই সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি গর্বিত।’

গত পাঁচ দশক ধরে থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে স্রেথা থাভিসিন বলেন, ‘আঞ্চলিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রসারিত ও গভীর হয়েছে।’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি নিশ্চিত যে আগামী বছরগুলোতে আমাদের দুই দেশ ও জনগণের পারস্পরিক সুবিধার জন্য আপনার নেতৃত্বে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।’

স্রেথা থাভিসিন বলেন, ‘আমাদের সহযোগিতা আরও বাড়াতে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’

শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং তার মহৎ প্রচেষ্টার সাফল্যের পাশাপাশি বাংলাদেশ ও জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী।

অপরদিকে শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দনপত্রে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ভায়োলা আমহার্ড বলেন, ‘সুইস ফেডারেল কাউন্সিলের পক্ষ থেকে আমি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আপনার গুরুত্বপূর্ণ ম্যান্ডেট পূরণে আপনার সাফল্য কামনা করছি। আমি আপনার দেশ ও জনগণের মঙ্গল এবং সমৃদ্ধির জন্যও শুভ কামনা জানাই।’

সুইস প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর প্রেক্ষাপটে আমি নিশ্চিত, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, আইনের শাসন, বহুপাক্ষিকতাবাদ এবং জাতিসংঘের চার্টারে অন্তর্ভুক্ত সার্বজনীন নীতিগুলোর মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার একটি শান্তি ও সমৃদ্ধির বিশ্বের দিকে প্রয়াসের ক্ষেত্রে আমাদের সেরা কম্পাস হিসেবে বিদ্যমান রয়েছে।’

ভায়োলা আমহার্ড বলেন, ‘আমি আস্থাবান যে আমাদের দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক এবং সুইজারল্যান্ড ও বাংলাদেশকে যে বন্ধুত্বের বন্ধন বেঁধে রেখেছে, তা ভবিষ্যতে আরও নিবিড় হতে থাকবে।’

অপর এক বার্তায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেদেরিকসেন বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।’

সেপ্টেম্বরে নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ আনন্দের ছিল উল্লেখ করে ডেনিশ প্রধানমন্ত্রী বলেন, ‘সবুজ উত্তরণের বিষয়ে আমাদের আলোচনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আপনার অঙ্গীকার দেখে আমি খুবই উৎসাহিত।’

মেটে ফেদেরিকসেন বলেন, ‘ডেনমার্ক বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং দেশের সামাজিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছে। আমি আশা করি, আপনার নতুন মেয়াদ অগ্রগতি, সমতা, শক্তিশালী গণতন্ত্র মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নতুন যুগের সূচনা করবে।’

ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, ‘আমার সরকার আমাদের দেশের পারস্পরিক স্বার্থ এগিয়ে নিতে এবং একসঙ্গে টেকসই প্রবৃদ্ধি ও এর বাইরে সাফল্যের নতুন উচ্চতা অর্জন করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...