Trending Now

ফরিদপুর শহরে এক রাতে একই এলাকার চার বাড়িতে চুরি

Date:

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুর শহরে এক রাতে একই এলাকার চার বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোর দলের সদস্যরা বাড়ির ছিনকানি ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকা এবং সোনা ও রূপার গহনা চুরি করে।
চুরি হওয়া দুইটি বাড়ির তালা ভেঙ্গে নগদ টাকা, ও সোনার অলংকার চুরি হয়েছে। অপর বাড়ি থেকে চুরি হয়েছে বাছুরসহ গাভী।
গত সোমবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অধিনে ভাজনডাঙ্গা মহল্লায় এ চুরি ঘটনা ঘটে।
ঘ সোমবার সন্ধ্যা সাতটা ও দিবাগত রাত দেড়টার দিকে
চোর ষ দলের সদস্যরা জেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি চালক বাচ্চু মন্ডলের বাড়িতে দরজার ছিটকানি ভেঙ্গে দুই লাখ ২০ হাজার টাকা ও চার ভড়ি ওজনের সোনার অলংকার নিয়ে যায়।
পরে একই এলাকার মজিবুল হকের বাড়িতে ঢুকে দুই ভড়ি ওজনের সোনার এবং ২০ ভড়ি ওজনের রূপার অলংকার চুরি করে।
বাচ্চু মন্ডল জানান, চোর দলের অন্তত তিন থেকে চার জন সদস্য বাড়ির দরজার ছিটকারিন ভেঙ্গে ভিতরে ঢোকে। পরে তারা আলমারি চাবি নিয়ে নগদ টাকা ও সোনার অলংকার নিয়ে যায়। তিনি বলেন, ব্যাংকে কখন কি হয়ে যায় এজন্য তিনি ব্যাংকে জমানো টাকা উত্তোলন করে বাড়িতে রেখেছিলেন।
তিনি বলেন চোর দলের সদস্যদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন বলেন, ভাজনডাঙ্গা মহল্লায় এক রাতে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি বলেন, এ তিনটি চুরির ঘটনার পাশাপাশি একই এলাকার আসাদ সিকদার নামে এক কৃষকের একটি গাভী ও একটি বাছুর চুরি হয়েছে। এছাড়া সোমবার সন্ধ্যা ৭টার দিকে মঞ্জু শেখের বাড়ির তালা ভেঙ্গে একদল চোর নগদ ৫০ হাজার টাকা, ১০ ভড়ি সোনা ও একশ রিয়াল চুরি করে নিয়ে গেছে। ওই সময় প্রবাসী মঞ্জু শেখের স্ত্রী সালমা বেগম তার ছেলেকে আনতে ঘরে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন।
ফরিদপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা এবং ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মজিবুলের বাড়িতে বাইরের গ্রিল কেটে বারান্দায় ঢুকে ঘরের দরজার ছিটকানি ভাঙ্গা হয়। তার ঘরের ভিতরের দরজাগুলি খোলা ছিল। বাচ্চু মন্ডলের বাড়িতে বাইরে থেকে ভাড়ি কিছু বস্তু দিয়ে আঘাত করায় ছিটকানী ভেঙ্গে যায়। তিনি বলেন, দুটি বাড়িতেই বেশ কিছু নগদ টাকা এবং সোনা ও রূপার অলংকার খোয়া গেছে। তিনি বলেন এ দুটি ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...