Trending Now

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বোমা হামলা, নিহত ৫২ জন

Date:

নাছির উদ্দিন সুজনঃ

পাকিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত মিছিলে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন একশরও বেশি মানুষ।

প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বালুচিস্তানের মাসতাং বিভাগে জুম্মার নামাজ শেষে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

শহীদ নবাব ঘৌস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সাঈদ মিরওয়ানি ডন ডটকমকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সময়ে সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি জানিয়েছেন নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

ডা. মিরওয়ানি নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত ২৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে আর ছয়জনকে মাস্তুং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, অসংখ্য মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ২০ জনেরও বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা সহায়তার জন্য কোয়েটায় পাঠানোর কথা হয়েছে।

হাসপাতালটির এ প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “মৃতদেহ ও আহত ব্যক্তিদের সরানোর প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।” এর আগে মাস্তুংয়ের সহকারী কমিশনার আত্তাহুল মুনিম জানান, বিস্ফোরণে ১৫ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

তিনি আরও জানান, আলফালাহ রোডে মদিনা মসজিদের কাছে ঈদ-ই-মিলাদুন নবীর মিছিলে লোকজন জড়ো হওয়ার সময় বিস্ফোরণ ঘটে। মাস্তুং সহকারী কমিশনার জানিয়েছে যে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) নওয়াজ গিশকোরির গাড়িতে বিস্ফোরণ ঘটে, যিনি মিছিলের পাশে ছিলেন। সিটি স্টেশন হাউস অফিসার লেহরি বলেছেন, বিস্ফোরণটি ছিল একটি আত্মঘাতী হামলা। বিস্ফোরণের পর প্রকাশিত অযাচাইকৃত ছবি এবং ভিডিওগুলোতে বেশ কয়েকটি রক্তাক্ত মৃতদেহ দেখা গেছে।

এ বিষয়ে বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেছেন, মাস্তুংয়ে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে এবং সমস্ত হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সূত্র : ডন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...