Trending Now

নেত্রকোনায় অনুষ্ঠিত হলো ‘শতকণ্ঠে রবীন্দ্রনাথ’

Date:

সংলাপ ডেস্ক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নেত্রকোনা শহরের পাবলিক হলে অনুষ্ঠিত হলো ‘শতকণ্ঠে রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠান। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (১১ মে) সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম। এরপর শতকণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রনাথের গান ‘হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ।’ 

পরে জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট পূরবী কুন্ডুর সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। এছাড়াও আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল ফারাহ পলাশ ও জেলা কমিটির সাধারণ সম্পাদক দেবজ্যোতি রায় জনি।

আলোচনার পর তনুশ্রী সরকারের সংগীতায়োজনে পর্যায়ক্রমে শতকণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও’, ‘আমরা সবাই রাজা’, ‘বাংলার মাটি, বাংলার জল’সহ আরও বেশ কয়েকটি গান। গানগুলোতে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নিয়মিত শিল্পীদের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

একক গান পরিবেশন করেন লিলি ইসলাম। আবৃত্তি করেন প্রদীপ চক্রবর্তী। নৃত্য পরিবেশন করেন অরিত্র নিভা দে ও পলাশ কুমার দে। শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাঈম সুলতানা লিবন ও মো. আলমগীর। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...