Trending Now

তিন ম্যাচ পর বার্সেলোনার কষ্টার্জিত জয়

Date:

ক্রিড়া ডেস্ক : নিজেদের স্বাভাবিক ছন্দে নেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইউরোপের কোনো আসরেই নিজেদের সহজাত খেলাটা খেলতে পারছে না জাভি হার্নান্দেজের দল। অবশেষে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরলো তারা। লা লিগার ম্যাচে আলমেরিয়াকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি।

বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই চিরচেনা কৌশলে আক্রমণ শুরু করে বার্সা। তারা প্রথম সুযোগটি পায় ম্যাচের ৩৩তম মিনিটে। তাতেই এগিয়ে যায় জাভির দল। রোনাল্ড আরাউহোর দারুণ দক্ষতায় প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে আলতো ছোঁয়ায় জাল কাঁপান রাফিনহা।

দুই মিনিট পর রবার্ট লেভানডোভস্কি সুযোগ মিস করলেও ৪১তম মিনিটে থিকই বার্সেলোনাকে নাড়িয়ে দেয় আলমেরিয়া। অফসাইডের ফাঁদ ভেঙে সতীর্থের রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাপতিস্তাও। রেফারি অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।

প্রথমার্ধে দুই দল ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে একইরকম চাপ ধরে খেলতে থাকে বার্সেলোনা। তাতে ৬০তম মিনিটে আবার এগিয়ে যায় তারা। এবার দৃশ্যপটে সার্জিও রবার্তো। রাফিনিয়ার কর্নারে দুরূহ কোণ থেকে দারুণ হেডে গোলটি করেন এই স্প্যানিয়ার্ড।

খেলা জমে যায় ম্যাচের ৭১তম মিনিটে। মাঠের ডান দিকের সাইডলাইন থেকে লম্বা করে ফ্রি কিক নেন আরিবাস, ডি-বক্সে জটলার মধ্যে লাফিয়ে উঠেও বল হাতে নিতে গিয়ে পারেননি বার্সেলোনার গোলরক্ষক ইনাকি পেনা। ফিরতি বল পেয়ে অনায়াসে জালে পাঠান স্প্যানিশ ডিফেন্ডার গনসালেস।

ম্যাচ যখন ড্রয়ের দিকে, বার্সেলোনা আরেকবার পয়েন্ট হারানোর শঙ্কায়। ঠিক তখনি আরেকবার দৃশ্যপটে রবার্তো। ৮৩তম মিনিটে দারুণ নৈপুণ্যে জয়সূচক গোলটি করেন এই স্প্যানিশ তারকা। লেভানডোভস্কির ক্রসে বল পেয়ে ঊরু দিয়ে নামিয়ে বক্সে ঢুকে যান রবার্তো। এরপর নিখুঁত শটে বাকি কাজটা সেরে দলকে এনে দেন তিন পয়েন্ট।

এই জয়ে ১৮ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। রিয়ালের সমান ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...