Trending Now

তিতুমীর কলেজ ছাত্রলীগের হামলায় গুরুতর আহত সাংবাদিক সাব্বির

Date:

বিশেষ প্রতিবেদন : দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদ তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীর হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মহাখালীর তিতুমীর কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাব্বির আহমেদ এবং ঘটনাস্থলে থাকা তার বন্ধুদের অভিযোগ, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মদদে কতিপয় উচ্ছৃঙ্খল সদস্যের হামলার শিকার হয়েছেন তিনি। আহত সাব্বিরকে মহাখালীর লাইফ লাইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সাব্বিরের ওপর হামলার ঘটনার খবর জেনে হাসপাতালে ছুটে যান দৈনিক সময়ের আলোর সহকর্মীরা, তার বন্ধুবান্ধব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছে সময়ের আলো পরিবার। এছাড়াও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বাংলাদেশ ছাত্রলীগ। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। হামলার ঘটনায় শনিবার দুপুর ১২টায় সরকারি তিতুমীর কলেজ প্রধান ফটকে মানববন্ধনের আযোজন করা হয়েছে।

আহত সাব্বিরকে দেখতে হাসপাতালে গিয়েছেন দৈনিক সময়ের আলোর হেড অব নিউজ আলমগীর হোসেনসহ তার সহকর্মীরা। আহত সাব্বিরের বরাত দিয়ে আলমগীর হোসেন জানান, তিতুমীর কলেজে শুক্রবার ২০-৫০ জন সাবেক শিক্ষার্থীসহ ইফতার আয়োজনে অংশ নিয়েছিলেন সাব্বির আহমেদ। ইফতার শেষ করে তিতুমীর কলেজের হলের পাশের গেট দিয়ে বেরিয়ে মূল রাস্তায় উঠতেই তার ওপর হকিস্টিক বা রড জাতীয় কিছু নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা সাব্বিরকে আহত করে সেখান থেকে দ্রুত সটকে পড়ে। এরপর খবর পেয়ে বন্ধুরা গিয়ে সাব্বিরকে উদ্ধার করে মহাখালীর লাইফ লাইন হাসপাতালে ভর্তি করান।

সাব্বিরের অভিযোগ, তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতা এসএম ইমরুল রুদ্রর নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল তার ওপর এই হামলা চালায়। ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল সাংবাদিক সাব্বিরের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন বলেও অভিযোগ তার। সাব্বির তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি।

সাব্বিরের বন্ধুরা জানান, সন্ত্রাসীরা তাকে বেদম মারধরের পর পকেটে থাকা মানিব্যাগ, মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। মানিব্যাগে ৭ হাজার টাকা, ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল।

বনানী থানার ওসি কাজী সাহান হক বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলোসহ সাংবাদিকদের নিন্দা

সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়াও জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছে সময়ের আলো পরিবারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

হামলার বিষয়ে যা বলল ছাত্রলীগ

হামলার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে অবগত করা হলে তারা বলেন, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। ছাত্রলীগের তিতুমীর কলেজ সভাপতি রিপন মিয়া দাবি করেন, তিনি এ বিষেয়ে কিছুই জানেন না। তবে তিতুমীর কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল আহত সাংবাদিক সাব্বিরকে হাসপাতালে দেখতে আসেন।

আজ তিতুমীর কলেজে মানববন্ধন

সাব্বিরের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও কলেজ থেকে বহিষ্কারের দাবীতে আজ (শনিবার) সরকারি তিতুমীর কলেজ প্রধান ফটকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও কলেজ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বিএনপির বিবৃতি

সাব্বিরের উপরে অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্বাক্ষরিত বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। সূত্র: সময়ের আলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...