Trending Now

এই সময়ের ঠোঁটের সাজ

Date:

প্রতিবছরই দু–তিন ধারার মেকআপের চল দেখা যায়। গরমে এক রকম, বর্ষায় আরেক; শীতও কম যায় না। আমাদের এখানে সাধারণত গরম ও শীতে সাজের ভিন্নতা বোঝা যায়। তবে কিছু ধারা আছে, যেটা চলে লম্বা একটা সময়। ঠোঁটের ওপর লিপলাইনারের ব্যবহার সে রকমই একটি ধারা। পাশাপাশি লিপস্টিকের জন্যও চলছে নির্দিষ্ট কয়েকটি ধারা। দুটি মিলিয়েই ঠোঁটকে সাজাতে পারবেন নানাভাবে। লাল রঙের লিপস্টিক এ বছর আবার ফিরে এসেছে। পরিষ্কার ত্বকের ওপর লাল রঙের লিপস্টিক লাগিয়ে নিলেই হলো। আর কিছু না করলেও চলবে। চাইলে ওপরে লিপগ্লসও লাগাতে পরেন। চলতি ধারায় লিপগ্লসের ব্যবহারও আছে। সামনে গাঢ় রঙের শেডের মধ্যে লাল, মেরুন, মভ ও বার্গেন্ডির ব্যবহার দেখা যাবে।

চলছে হালকা রঙের লিপস্টিকের ধারাও

চলছে হালকা রঙের লিপস্টিকের ধারাওছবি: সুমন ইউসুফ

মজার বিষয় হচ্ছে, একদিকে যেমন গাঢ় আর উজ্জ্বল সব সাহসী রং দেখা যাবে, আরেক দিকে একদম ন্যুড বা বাদামি রঙের নানা শেডও থাকছে। অর্থাৎ লালের পাশাপাশি বাদামি রঙের শেডগুলোও এ বছর জনপ্রিয়তা পেয়েছে। যাঁরা কড়া রঙে স্বাচ্ছন্দ্য নন, তাঁদের জন্য আদর্শ বাদামি রঙের নানা শেড।

লিপলাইনার আবার ফেরত এসেছে। লিপস্টিকের রঙের চেয়ে লিপলাইনারের রং দুই শেড বেশি গাঢ় হবে। লিপলাইনারের ব্যবহার বলতে সাধারণত ঠোঁটের বাইরের দিকে দুই পাশে টানা গাঢ় লাইনটিকেই বোঝানো হয়। তবে চাইলে পুরো ঠোঁটেই বেজ হিসেবে লিপলাইনার লাগাতে পারেন। এরপর লিপলাইনারের ওপরে যখন লিপস্টিক লাগাবেন, পোক্তভাবে অনেকক্ষণ থাকবে ঠোঁটের ওপর।

লিপলাইনার ব্যবহার করে ভেতরে ভেতরে লিপগ্লস লাগানো

লিপলাইনার ব্যবহার করে ভেতরে ভেতরে লিপগ্লস লাগানোছবি: সুমন ইউসুফ

ওমব্রে স্টাইলে লাগানো লিপস্টিক

ওমব্রে স্টাইলে লাগানো লিপস্টিকছবি: সুমন ইউসুফ

ওমব্রে লিপস্টিকের ধারাও চলছে। লিপলাইনার ও লিপস্টিকের রঙে চলে আসবে কিছুটা ভিন্নতা। ঠোঁটের ওপরে গ্লস লাগিয়ে বাইরে গাঢ় রঙের লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...