Trending Now

আসছে নভেম্বরে বৈঠকে বসতে পারেন বাইডেন-শি জিনপিং

Date:

সংলাপ ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আগামী মাসে বৈঠকে বসার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বিভিন্ন ইস্যুতে উত্তেজনার মধ্যেও বৈশ্বিক পরাশক্তি এ দুই দেশ তাদের মধ্যকার সম্পর্ক স্থিতিশীল করতে চায়। আর এ কারণেই এ দুই নেতার মধ্যে সরাসরি বৈঠক হতে পার

শুক্রবার (৬ অক্টোবর) রয়টার্সে এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান, করোনা মহামারির উৎপত্তি, গুপ্তচরবৃত্তির অভিযোগ, মানবাধিকার সংক্রান্ত সমস্যা ও বাণিজ্য শুল্কসহ বেশ কয়েকটি বিষয়ে দেশ দুটির মধ্যে সম্পর্ক টানাপোড়েন চলছে। 

এর পরও এ দুই দেশ তাদের সমস্যাযুক্ত সম্পর্ক স্থিতিশীল করতে চায়। তাই হোয়াইট হাউস আগামী মাসে যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোতে প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে মুখোমুখি বৈঠকের পরিকল্পনা করছে।

প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাতে জানায়, বাইডেন ও জিনপিংয়ের মধ্যে নভেম্বরে বৈঠকের সম্ভাবনা বেশ দৃঢ়। হোয়াইট হাউস বৈঠকের পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছি।

তবে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তা ছাড়া হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। 

তবে গত মাসে চীনের শীর্ষ নিরাপত্তা সংস্থা বলেছিল, শি জিনপিং ও জো বাইডেনের মধ্যকার যে কোনো বৈঠক যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত আন্তরিকতা দেখানোর ওপর নির্ভর করবে।

সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তারা সফর করেছেন। চলতি বছরের জুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন, জুলাই মাসে অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ও আগস্টে বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডোর মতো মার্কিন কর্মকর্তারা চীন সফর করেছেন।

এ ছাড়া সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন নিউইয়র্কে চীনা ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দেখা করেছেন এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মাল্টায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দেখা করেছেন।

২০২২ সালের নভেম্বরে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনের সাইডলাইনে প্রেসিডেন্ট জো বাইডেন ও শি জিনপিংয়ের মধ্যে শেষবার বৈঠক হয়েছিল। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সেটিই ছিল তাদের প্রথম ব্যক্তিগত বৈঠক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...