Trending Now

অন্তর্বর্তী সরকারের সদস্যদের জন্য প্রস্তুত ২১ গাড়ি

Date:

বিশেষ প্রতিবেদন : নো‌বেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃ‌ত্বে গ‌ঠিত হ‌তে যা‌চ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্প‌তিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় বঙ্গভবনের দরবার হলে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানসহ অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠা‌নে অংশ নি‌তে ইতোম‌ধ্যে নতুন সরকা‌রের প্রধানসহ অন‌্যান‌্যদের জন্য প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে ২১টি নতুন গাড়ি। 

পরিবহন পুল থেকে এসব গাড়ি প্রস্তুত ক‌রে মন্ত্রিপরিষদ বিভাগে রাখা হ‌য়ে‌ছে।

সং‌শ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ অত্যাধুনিক সিরিজের গাড়ি। সরকারের অন্য সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া গাড়ির মধ্যে রয়েছে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া, রয়েছে মিতসুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যারা সরকারের সদস্য হিসেবে শপথ নেবেন, তাদের নিজ বাসা থেকে শপথের জন্য এসব গাড়িতে করে বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ‌সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগ করার পর অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হবে। 

নতুন সরকা‌রের প্রধান হি‌সে‌বে দা‌য়িত্ব নি‌তে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন নো‌বেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ক‌রেই কথা দে‌শের চলমান প‌রি‌স্থি‌তি নি‌য়ে কথা ব‌লেন তি‌নি।

দেশের মধ্যে যে সহিংসতা হয়েছে, সেগুলোকে ষড়যন্ত্র বলে উল্লেখ করে নোবেলজয়ী এ অর্থনীতিবিদ বলেন, আমাদের অগ্রগতির জন্য এটিকে (সহিংসতা) রোধ করতে হবে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং ষড়যন্ত্র হলো অগ্রগতির বাধা। প্রতিটি মানুষ আমাদের ভাই-বোন। তাদের বোঝাতে হবে।

আবু সাঈদের কথা বলে কাঁদলেন ড. ইউনূস

ড. ইউনূস বলেন, আমি শুনেছি আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটেছে। মানুষ মানুষকে আক্রমণ করছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সম্পদ চুরি হচ্ছে। অফিস-আদালতে হামলা চলছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। আমাদের কাজ হলো এদের রক্ষা করা।

তিনি আরও বলেন, আমার ওপর যদি আস্থা ও বিশ্বাস রাখেন, তাহলে এটি নিশ্চিত করতে হবে, কারও ওপর কোনও প্রকার হামলা করা যাবে না। বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা করা হয়, তাহলে আমি এ দায়িত্বে থাকব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...