Trending Now

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনা ; ৬জন গার্মেন্টস কর্মী নিহত, আহত ৮

Date:

ময়মনসিংহ সংবাদদাতা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় বাসের চাপায় ৬জন গার্মেন্টস কর্মী নিহত এবং ৮ জন আহত হয়েছেন। আজ ব্ধুবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তাদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ত্রিশালের কাঁঠাল এলাকার আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (৩০), সাকুয়াই ইউনিয়নের নওপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (৩২), ত্রিশালের গন্ডকোলা গ্রামের বকতিয়ার সোহেল মিয়া (২৮) ও সদর উপজেলার চুরখাই এলাকার সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন মিয়া (৩০), ঈশ্বরগঞ্জ উপজেলার মারুয়াখালী গ্রামের আলতাফ হোসেন (৫০), ও অজ্ঞাত (৩২) এক নারী। হতাহতরা সবাই ভালুকার রাসেল গার্মেন্টসের কর্মী বলে প্রাথমিক ভাবে জানা যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্রাভেলসের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাঙচার হলে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল আটটার দিকে রাসেল স্পিনিং এর একটি বাস রাস্তার পাশে সাইড নিয়ে যাত্রী তুলতেছিল। এসময়ে পেছন থেকে একটি বাস দ্রুত গতিতে যাত্রীদের ওপর উঠে পড়লে বাসের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো ৩জনের মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন মহিলা রয়েছেন। আহত ৬ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘাতক বাস জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...