Trending Now

ভোলায় বিনামূল্যে কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরন

Date:

মমিনুল ইসলাম : ভোলা সদর উপজেলায়  ৪হাজার ৫০০ জন কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(০২ জুলাই) সকালে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোলা সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরন করেন।

ভোলা সদর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-২ ও ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন  বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে এসব বীজ ও সার দেওয়া হয়। এসময় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৭ শ কৃষকের মাঝেও সার ও বীজ বিতরন করা হয়। 

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – সদর উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান  শাহ আলী নেওয়াজ পলাশ,মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন  ভোলা সদর উপজেলার কৃষি অফিসার মো: কামরুল হাসান। এ সময়  উপজেলার কৃষি অফিসের বিভিন্ন মাঠ কর্মী,কৃষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত  ছিলেন। 

উপজেলার একটি পৌরসভা ও ১৩ টি  ইউনিয়নের ৪ হাজার ৫০০ জন কৃষকদের মধ্যে প্রতিজনকে ৫ কেজি করে উপসী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ’৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন।

কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করে। তিনি বলেন, শেখ হাসিনার সরকারই একমাত্র কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে। এতে এটাই প্রমাণ হয়, আওয়ামী লীগ সরকার জনদরদি সরকার এবং গরীব দুঃখী মানুষের সরকার, কৃষি বান্ধব সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...