Trending Now

গোলের যে দুই রেকর্ডের সামনে মেসি–নেইমার

Date:

ক্লাব ফুটবলে বিরতি দিয়ে এবার শুরু হতে যাচ্ছে জাতীয় দলের লড়াই, যেখানে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দলগুলো। এই আন্তর্জাতিক বিরতিতে লাতিন আমেরিকার বাছাইপর্বে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো, যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে। আর ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া ও পেরু।

জাতীয় দলের বাছাইপর্বের ম্যাচ খেলতে শিগগির আর্জেন্টিনা দলে যোগ দেবেন লিওনেল মেসি। আর বিশ্বকাপের পর এই প্রথম ব্রাজিলের স্কোয়াডে জায়গা হয়েছে চোট কাটিয়ে ফেরা নেইমারের। জাতীয় দলের হয়ে অপেক্ষমাণ এই দুই ম্যাচে আলাদা দুটি রেকর্ড নিজের করে নিতে পারেন মেসি-নেইমার। মেসির সামনে রেকর্ডটি হচ্ছে লাতিন আমেরিকার বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়া এবং নেইমারের রেকর্ডটি হচ্ছে ব্রাজিলের হয়ে গোলে এককভাবে শীর্ষে ওঠা।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল আছে লুইস সুয়ারেজের। উরুগুয়ের এই তারকা স্ট্রাইকারের নামের পাশে আছে ২৯ গোল। আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার স্কোয়াডে জায়গা না পাওয়ায় সুয়ারেজের পক্ষে এই রেকর্ড আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ নেই। তবে মেসির সামনে সুযোগ আছে সাবেক সতীর্থ ও বন্ধু সুয়ারেজকে টপকে যাওয়য়ার। এই দুই ম্যাচ থেকে ২ গোল পেলেই মেসি টপকে যাবেন সুয়ারজকে। আর এক গোল পেলে সুয়ারজকে ছুঁতে পারবেন মেসি। এই রেকর্ডে মেসি-সুয়ারেজের ধারেকাছেও নেই অন্যরা। তিনে থাকা বলিভিয়ান তারকা মার্সেলো মরেনো মার্তিনসের গোলসংখ্যা ২২। তাই বিশেষ কোনো চ্যালেঞ্জ ছাড়াই রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ আছে মেসির।

দুই বন্ধু নেইমার ও মেসি যখন সতীর্থ ছিলেন

দুই বন্ধু নেইমার ও মেসি যখন সতীর্থ ছিলেনছবি: টুইটার

অন্য দিকে নেইমারের সামনে সুযোগ ফুটবলের রাজা পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটটি নিজের করে নেওয়ার। এর আগে গত বছরের কাতার বিশ্বকাপে গোল করে পেলেকে ছুঁয়েছিলেন নেইমার। বিশ্বকাপের শেষ ষোলোয় ক্রোয়েশিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে দুর্দান্ত এক গোলে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার।

এ গোলেই ব্রাজিল জাতীয় দলের হয়ে পেলের করা ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করলেন নেইমার। সেদিন ম্যাচের ১০৫ মিনিটের মাথায় প্রায় একক প্রচেষ্টায় বল নিয়ে ঢুকে লক্ষ্যভেদ করেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন আল হিলালের তারকা। পেলের অবশ্য এই কীর্তি গড়তে লেগেছিল ৯২ ম্যাচ। এর আগে ৭৫ গোল নিয়ে বিশ্বকাপ খেলতে আসেন নেইমার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়ায় মাইলফলক স্পর্শ করার অপেক্ষাটা বেড়েছিল তাঁর। তবে শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে পেলের আরও কাছাকাছি আসেন নেইমার। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে পান মাইলফলক স্পর্শ করা গোলটিও। তবে পেলেকে ছোঁয়ার কৃতিত্বটা সেভাবে উপভোগ করতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। নেইমারের গোলে এগিয়ে গেলেও পরে সমতায় ফেরে ক্রোয়েশিয়া এবং টাইব্রেকারে বাজিমাত করে লুকা মদরিচের দল। তবে এবার নেইমারের সুযোগ রেকর্ডটি নিজের করে নেওয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...