Trending Now

ইনার হুইল ক্লাব অফ গ্রেটার ঢাকা ৩২৮ এর দিন ব্যপি কর্মশালা

Date:

নিজস্ব প্রতিবেদক: ইনার হুইল ক্লাব অফ গ্রেটার ঢাকা ডিষ্ট্রিক ৩২৮ এর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়েছে। ৭ অক্টোবর সকাল থেকে এই কর্মশালার আয়োজন করেন সংগঠনটি। এতে কোমলমতি শিশুদের হাত ধোয়া প্রশিক্ষণ, শিক্ষকদের সম্মাননা স্মারক ও অসহায় বয়স্কদের নগদ অর্থসহ জামা কাপড় বিতরণ করা হয়।

উক্ত কর্মশালায় হার্টবিট অফ হিউমিনিটি, ইনার হুইল গ্রেটার ঢাকা ডিষ্ট্রিক ৩২৮ সংগঠনের প্রেসিডেন্ট আফরোজা কবির এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের ঢাকা ডিষ্ট্রিক চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। প্রধান অতিথির বক্তব্যে শাহানা আলম বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, তাই শিশুরা শিখলেই জাতী শিখবে। আমরা চাই শিশুদের মাধ্যমেই পরিচ্ছন্ন ও অহিংষ্যু ভার্তৃত্বের বন্ধনে গড়ে উঠুক আগামীর মানবীক বাংলাদেশ ।
সভাপতির স্বাগতিক বক্তব্যে আফরোজা কবির বলেন, আমরা মানুষ তাই মানবতার সেবায় নিয়োজিত থেকে অসহায় মানুষের সেবা করতে চাই, আর সেই আলোকেই কাজ করে যাচ্ছে আমাদের সংগঠন। আমাদের উদ্দেশ্য, সমাজে পিছিয়ে পরা অবহেলিত প্রতিটি মানুষের পাশে থেকে মানসিক এবং আর্থিক ভাবে সহযোগীতা করে জীবন মানের উন্নয়ন করা । এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের আয়োজক কমিটির সদস্য ও ট্রেজারার রোকসানা আক্তার লিপি,এডিটর ভিকারুননেছা হোসেন চিনু সহ স্কুলের শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।

সকাল দশটায়, মিরপুর সেকশন ২ এর সি ব্লকের ২ নং সড়কের ৮ নং বাড়িতে অবস্থিত বিবি খাদিজা (রা:) কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত প্রভাতী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী কর্মশালা আয়োজন করে ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা ৩২৮। অনুষ্ঠানে সকাল ১০ টায় কোমলমতি শিক্ষার্থীদের পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়ে, সেখানে শিশুদের হাত ধোয়া এবং হাত মোছার প্রশিক্ষণ দেয়া হয়, প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিশুর হাতে উপহার সমগ্রী তুলে দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে।পরে সকাল ১১ টা নাগাদ কৃতি শিক্ষকদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন সংগঠনের পক্ষ থেকে। সকাল সাড়ে এগারোটা থেকে অসহায় বয়স্ক নারী-পুরুষদের মাঝে জায়নামাজ তসবি শাড়ি লুঙ্গি সহ নগদ অর্থ প্রদান করে সংগঠন থেকে। পরে দুপুর ১ টা নাগাদ সভাপতির বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...

ফরিদপুরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরে রেড ক্রিসেন্ট ইউনিটের...