Trending Now

আ.লীগের মনোনয়ন পেলেন না নায়িকা মাহি

Date:

বিশেষ প্রতিবেদন : চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাচ্ছেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি! দলটির মনোনয়ন বোর্ডের প্রথম দিনের সভা শেষে ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, ‘এবার রাজনীতির বাইরে কাউকে মনোনয়ন দেওয়া হবে না।’ কাদেরের এই বক্তব্য থেকেই ধারণা করা যাচ্ছে, চিত্রনায়িকা মাহি নৌকা প্রতীক পাচ্ছেন না। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার নেতৃতে মনোনয়ন বোর্ডের প্রথম দিনের সভা হয়। 

সভা শেষে ওবায়দুল কাদের বলেন, ‘৩০০ আসনের মধ্যে ৭২টি-তে আ.লীগ মনোনীত প্রার্থী চূড়ান্ত। এর মধ্যে রংপুরের ৩৩টি ও রাজশাহীর ৩৯টি আসন আছে। এসব প্রার্থীর নাম ২৫ নভেম্বর ঘোষণা করা হবে।’

কাদের আরও বলেন, ‘এবার রাজনীতির বাইরে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। জনগণের কাছে যাদের জনপ্রিয়তা ও গুরুত্ব আছে, তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে।’

ফলে, চিত্রনায়িকা মাহিয়া মাহি যে আ.লীগের মনোনয়ন পাচ্ছেন না, এটা অনেকটাই অনুমেয়। এ ছাড়া, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক রুবেল, ফেরদৌসসহ তারকা প্রার্থীদের স্থানে দলের তৃণমূলে পরীক্ষিত রাজনৈতিকরাই মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকবেন বলেও ধারণা করা যাচ্ছে।

এর আগে, চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে গত শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধি। ২০ নভেম্বর বিকেলে আ.লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন মাহি নিজে। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

প্রাইম ইসলামী লাইফের নিট দায় ১৪৮৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম...

জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন...

কেন্দুয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) যোগদান

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে...

আ. লীগের মতো আর কোনো ফ্যাসিবাদ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে -ভিপি নুরুল হক

গাজীপুর জেলা প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল...