Trending Now

ময়মনসিংহে ১২৮ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ

Date:

ময়মনসিংহ সংবাদদাতা : শনিবার (৯ মার্চ) সকাল আটটা থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে ১২৮টি কেন্দ্রের ৯৯০টি বুথে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ১২৮ কেন্দ্রের ৯৯০টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে এই ভোট গ্রহণ সম্পন্ন হবে। ময়মনসিংহ জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম-এই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর ১৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৩২ জন পুরুষ  এবং ১ লাখ ৭২ হাজার ৬৫৫ জন নারী। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৯ জন।

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এজন্য পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ. আনসার সদস্য এবং ১৭টি র‌্যাবের টিম মাঠে কাজ করছে। এ ছাড়া ৩৩টি ওয়ার্ডে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু দেয়াল ঘড়ি প্রতীক, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু হাতি প্রতীক, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ঘোড়া প্রতীক, ও কৃষক লীগ নেতা কৃষিবিদ ড. রেজাউল হক হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হিসেবে শহীদুল ইসলাম স্বপন মন্ডল লড়ছেন দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মসজিদ সমাজ বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংলাপ প্রতিবেদক : গতকাল মসজিদ সমাজ বাংলাদেশ এবং হিউম্যান...

ফরিদপুরে পুলিশের বাধায় মানববন্ধন করতে পারেনি ইউনিয়ন পরিষদ ফোরাম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে পুলিশের বাধার কারণে ইউনিয়ন...

বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন অভিনেত্রী রাধিকা

বিনোদন ডেস্ক : বিয়ের ১২ বছর পর মা হতে...

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ...