Trending Now

বার্সা ছাড়ার ঘোষণা দিয়ে জাভি বললেন, ‘এটাই সঠিক সময়’

Date:

ক্রিড়া ডেস্ক : বার্সেলোনার দুঃসময়ে ক্লাবের কোচ হয়ে এসেছিলেন জাভি হার্নান্দেজ। শুরুটা দারুণ করেছিলেন বার্সেলোনার সাবেক খেলোয়াড়। গেল মৌসুমে তার হাত ধরেই লা লিগার শিরোপা জিতেছিল বার্সা। কিন্তু চলতি মৌসুমে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে দলটি। ব্যর্থতার দায়েই কিনা এবার দল ছাড়ার ঘোষণা দিলেন বার্সেলোনা কিংবদন্তি জাভি।

চলতি মৌসুমে প্রতিটা আসরেই বার্সেলোনার অবস্থা নাজুক। স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারানোর পর গত সপ্তাহে বার্সা বিদায় নিয়েছে কোপা দেল রে থেকেও। লিগেও ২১ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে বার্সা পিছিয়ে আছে ১০ পয়েন্টে। সর্বশেষ গতকাল রাতে ভিয়ারিয়ালের কাছে বার্সা হেরেছে ৫-৩ গোলে। 

ভিয়ারিয়ালের কাছে হারের পর জাভি সাফ জানিয়ে দিলেন, চলতি মৌসুম শেষে আর বার্সেলোনার দায়িত্বে থাকছেন না। জাভি বলেছেন, ‘আমি ৩০ জুন চলে যাচ্ছি। সভাপতি এবং স্টাফদের সঙ্গে মিলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। একজন বার্সেলোনা–সমর্থক হিসেবে ক্লাবের ভালোর জন্যই আমার এই সিদ্ধান্ত। আমার মনে হয়, ক্লাবের সবদিক দিয়েই পরিবর্তন দরকার।’

বিদায়ের আগে নিজের সেরাটা দিতে চান জানিয়ে জাভি আরও বলেন, ‘আমি ক্লাবের একজন হিসেবে চিন্তা করেছি। আমার মনে হয়েছে, চলে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত। যে চার মাস বাকি আছে, আমি সবকিছু দিয়েই চেষ্টা করব। আমি মনে করি আমাদের ভালো একটি মৌসুম হবে।’

দলের ভিতরে জাভির সঙ্গে খেলোয়াড়দের বনিবনা হচ্ছে না বলে গুঞ্জন উঠেছে। সেই প্রসঙ্গ টেনে সাবেক বার্সা মিডফিল্ডার বলেন, ‘এই সিদ্ধান্ত দলকে এবং এখানকার পরিবেশকে হালকা করতে সাহায্য করবে। খেলোয়াড়েরা আবারও হালকা অনুভব করবে। টাকা-পয়সা আমার কাছে কিছুই না। আমার চুক্তি কখনোই সমস্যা হয়ে দাঁড়াবে না। আমি মন থেকেই সিদ্ধান্ত নেই।’

দলের নজর এখন চ্যাম্পিয়ন্স লিগের দিকে সেটাও জানালেন বার্সা কোচ, ‘এখন সবকিছু শান্ত হবে। আমরা চ্যাম্পিয়নস লিগের জন্য লড়তে পারব। এই সিদ্ধান্তের পর আপনারা আমাকে আর শেষ করে দেবেন না। আমি সবচেয়ে বেশি দায়ী। আমি এই সিদ্ধান্ত আরও আগে নিয়েছি। ঘোষণাটা আমি একসময় দিতামই। আমি লাপোর্তাকে ধন্যবাদ দিতে চাই। অধ্যায়টা শেষ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ফরিদপুরে পুলিশের বাধায় মানববন্ধন করতে পারেনি ইউনিয়ন পরিষদ ফোরাম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে পুলিশের বাধার কারণে ইউনিয়ন...

বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন অভিনেত্রী রাধিকা

বিনোদন ডেস্ক : বিয়ের ১২ বছর পর মা হতে...

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ...

প্রাইম ইসলামী লাইফের নিট দায় ১৪৮৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম...