Trending Now

বাংলাদেশ দল মাহমুদউল্লাহকে অপচয় করছে -মিসবাহ

Date:

ক্রিড়া প্রতিবেদক : বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন মাহমুদউল্লাহ। দলের বিপদের ‘কান্ডারী’ হিসেবেই পরিচিত এই ক্রিকেটার। অনেক ম্যাচেই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তবে নিজের সামর্থ্য অনুযায়ী মাহমুদউল্লাহ সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক।

চলমান বিশ্বকাপেও মাহমুদউল্লাহর দলে থাকার কথা ছিলো না। তবে সুযোগ পেয়ে যান। আর এই সুযোগই কড়ায়-গণ্ডায় কাজে লাগিয়েছেন এই ডানহাতি। আসরে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের পক্ষে সেরা ব্যাটার। এখন পর্যন্ত তিন ইনিংস খেলে তার রানসংখ্যা যথাক্রমে ৪১*, ৪৬ ও ১১১। 

তবে প্রশ্ন উঠেছে মাহমুদউল্লাহর পজিশন নিয়ে। চলতি বিশ্বকাপে এই ক্রিকেটার ব্যাট করছেন ছয়, সাত ও আট নম্বর পজিশনে। এ নিয়েই আক্ষেপ করেছেন মিসবাহ। তার মতে, মাহমুদউল্লাহর সামর্থ্যের পুরোটা ব্যবহার করতে পারছে না বাংলাদেশ দল। তার আরও ওপরে ব্যাট করার কথা।

পাকিস্তানের টিভি চ্যানেল ‘এ স্পোর্টস’-এর ‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানে মিসবাহ বলেন, ‘অসাধারণ খেলেছে। ২০১৫ বিশ্বকাপেও মাহমুদউল্লাহ দুটি সেঞ্চুরি করেছিল। আজ (গতকাল) পেসের বিপক্ষে মাহমুদউল্লাহকে বেশ গোছানো মনে হয়েছে। এটি বিশ্বকাপে তার তৃতীয় সেঞ্চুরি। সব কটিই ভালো প্রতিপক্ষের বিপক্ষে করেছে। আগেও বলেছি বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে।’

মাহমুদউল্লাহর ওয়ানডে ক্যারিয়ারে শতক চারটি। সব কটিই আইসিসির বড় টুর্নামেন্টে। একটি ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। বাকি তিনটি বিশ্বকাপে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে শতক করেছিলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

মিসবাহর ভাষ্য, ‘সাত নম্বরে নামার আগে ম্যাচ প্রায় শেষ হয়ে যায়। এমন দারুণ ফর্মে থাকলে আমার মতে তাকে আরও ওপরে ব্যবহার করা উচিত। যেভাবে আজকে শট খেলছে, পিকআপ শট, এক্সট্রা কাভারের ওপর ছক্কা, মাহমুদউল্লাহ পরিপূর্ণ আর অভিজ্ঞ একজন ব্যাটসম্যান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

আ. লীগের মতো আর কোনো ফ্যাসিবাদ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে -ভিপি নুরুল হক

গাজীপুর জেলা প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল...

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...