Trending Now

পূর্বধলায় নির্বাচনী সহিংসতা, গাড়ি ও অস্ত্রসহ গ্রেফতার ৩

Date:

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, নির্বাচনী অফিস ভাঙচুর, (আনারস) প্রতীকে’র সমর্থক কে মারধর, দোকানে হামলার ঘটনা ঘটে।
এইসব ঘটনার প্রেক্ষিতে (১৭ মে) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মো. খবিরুল আহসান অভিযান পরিচালনা করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি কালো হায়েস মাইক্রোবাস, দুইটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে।
আটককৃতরা হলেন, পূর্বধলা রাজপাড়া গ্রামের মো. জিন্নত আলী ফকিরের ছেলে মো. সোহান ফকির (১৫), পূর্বধলা রেল স্টেশন বুকিং সহকারি আব্দুল মমিন এর ছেলে মো. আব্দুল্লাহ আল ছোহান (১৫) ও বড়রুহী গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৪০)।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ০৯ টি রামদা, ১টি চাইনিস কুড়াল, ১টি নরমাল কুড়াল, ১০টি ক্রিকেট স্ট্যাম্প, ০১টি হাইয়েস মাইক্রো (ঢাকা মেট্রো-চ-১৬-১৫৮৮), ১টি পালসার মোটর সাইকেল (ময়মনসিংহ-ল ১১-২০৫১), ১টি ডিসকভার মোটর সাইকেল (নেত্রকোণা-হ-১২-৯৭৮৮)।
জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েলে’র (মোটর সাইকেল) প্রতীকে’র পূর্বধলা বাজারের জামতলা এলাকার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, বাট্টা বাজারে অফিস ভাঙচুর, মাছুদ আলম তালুকদার টিপুর (আনারস) প্রতীকে’র সমর্থক কে মারধর, দোকানে হামলা ও পূর্বধলা বাজারে অস্ত্র মহড়ার অভিযোগ এনে মো. আব্দুর রশিদ বাদী হয়ে পূর্বধলা থানায় ১৮ জনসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে ১৮ জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি বিস্ফোরক মামলা করা হয়েছে ৩ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে আজ (১৮ মে) শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য সকল আসামিদের আটকের জোর প্রচেষ্টা অব্যাহত আছে ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র মো. খবিরুল আহসান বলেন, গতকাল রাতে অভিযান পরিচালনা করে আটক করে দেশীয় অস্ত্র, তিনটি গাড়িসহ তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে আমাদের অভিযান চলমান থাকবে। সেই সাথে বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম নিয়মিত মাঠে থাকবে, তিনি উপজেলা বাসির সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য উপজেলা যুবলীগের সভাপতি (ঘোড়া প্রতিক) জাহিদুল ইসলাম সুজন কালো টাকা ও পেশিশক্তির অভিযোগ তুলে নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছেন। অন্য ৩ জন হলেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল (মোটর সাইকেল), আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক মাছুদ আলম টিপু (আনারস), আসাদুজ্জামান নয়ন (দোয়াত কলম) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ১১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ফরিদপুরে পুলিশের বাধায় মানববন্ধন করতে পারেনি ইউনিয়ন পরিষদ ফোরাম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে পুলিশের বাধার কারণে ইউনিয়ন...

বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন অভিনেত্রী রাধিকা

বিনোদন ডেস্ক : বিয়ের ১২ বছর পর মা হতে...

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ...

প্রাইম ইসলামী লাইফের নিট দায় ১৪৮৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম...