Trending Now

দুই ম্যাচের নিষেধাজ্ঞা, বেলিংহাম বলছেন ‘হাস্যকর’

Date:

ক্রিড়া ডেস্ক : লা লিগার ম্যাচে রেফারির সঙ্গে কথা কাটাকাটির সময় অশ্লীল ভাষা ব্যবহার করায় রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যামকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেসশন। তবে এই নিষেধাজ্ঞা স্রেফ হাস্যকর বলে মন্তব্য করেছেন ইংলিশ ফুটবলার। বুধবার (৬ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে ম্যাচ শেষে ২০ বছর বয়সী এ ফুটবলার বলেন, ‘আমার মনে হয় না তার দিকে অপমানজনক কোনো কথা বলেছি। অন্য সতীর্থদের মতোই তার দিকে ছুটে গেছি আমি। আমার মনে হয়.. কখনও কখনও… যেহেতু আমি এখনও নতুন এবং এরকম, এজন্যই আমাকে দিয়ে উদাহরণ গড়তে চায়।’

নিজের দায় আছে সেটা মানছেন বেলিংহ্যাম। তবে এই জন্য দুই ম্যাচের শাস্তি কোনোভাবেই মানতে রাজি নন এই মিডফিল্ডার, ‘নিজের কাজের দায় আমাকে নিতেই হবে এবং আমার মনে হয়, তাকে (রেফারি) লাল কার্ড দেখানোর সুযোগ করে দিয়েছি আমি। তবে এই সিদ্ধান্তে আমি খুশি নই।’

ক্লাব তার পক্ষে কথা বলবে জানিয়ে বেলিংহ্যাম আরও বলেন, ‘আমার মনে হয়, ক্লাব যদি আপিল করে, আরও ভালো কিছু হতে পারে। কারণ আমার মতে, দুই ম্যাচের নিষেধাজ্ঞা কিছুটা হাস্যকর। শেষ পর্যন্ত দুই ম্যাচই বাইরে থাকতে হলে সেই দায়ও আমাকে নিতে হবে এবং গ্যালারি থেকেই দলকে সমর্থন জোগাব।’

উল্লেখ্য, লা লিগায় গত শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ২–২ গোলে ড্র করে রিয়াল। ম্যাচের যোগ করা সময়ে হেড থেকে গোল করেন বেলিংহ্যাম। ঠিক সেই মুহূর্তে বেজে ওঠে রেফারির বাঁশি। ফলে গোলটি বৈধ হিসেবে বিবেচনা করা হয়নি। এ সময় রিয়াল খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরলে বেলিংহ্যাম গালি দেন।

যে কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের আচরণবিধির ১২৪ ধারার ওপর ভিত্তি করে বেলিংহ্যামকে শাস্তি দিয়েছে। এই ধারায় বলা হয়েছে, ‘কেউ রেফারিকে অবমাননা বা অবজ্ঞার মনোভাব নিয়ে সম্বোধন করলে অথবা এটি আরও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত না হলে দুই থেকে তিন ম্যাচ অথবা সর্বোচ্চ এক মাস নিষিদ্ধ হবে।’ 

এই নিষেধাজ্ঞার ফলে আগামী ১০ মার্চ ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে এবং ১৬ মার্চ ওসাসুনার মাঠে খেলতে পারবেন না বেলিংহ্যাম। অবশ্য দলের সেরা তারকাকে পেতে বেলিংহ্যামের শাস্তি বাতিল চেয়ে শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করবে বলেও জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মসজিদ সমাজ বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংলাপ প্রতিবেদক : গতকাল মসজিদ সমাজ বাংলাদেশ এবং হিউম্যান...

ফরিদপুরে পুলিশের বাধায় মানববন্ধন করতে পারেনি ইউনিয়ন পরিষদ ফোরাম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে পুলিশের বাধার কারণে ইউনিয়ন...

বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন অভিনেত্রী রাধিকা

বিনোদন ডেস্ক : বিয়ের ১২ বছর পর মা হতে...

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ...