Trending Now

ক্ষুধায় প্রাণ হারালো ফিলিস্তিনি শিশু

Date:

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ গাজায় ক্ষুধার যন্ত্রণায় মাহমুদ ফাতুহ নামের দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। যুদ্ধ ও ক্ষুধার কারণে শিশু মৃত্যু নিয়ে জাতিসংঘের সতর্কতার পরপরই ভূখণ্ডটিতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটল।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গাজার আল-শিফা হাসপাতালে মারা যায় ফিলিস্তিনি শিশুটি। চিকিৎসকেরা বলছেন, ‘দুধ না পেয়ে শিশুটি অপুষ্টিজনিত কারণে মারা গেছে।’ খবর আল জাজিরার।

শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া একজন প্যারামেডিক বলেন, তীব্র অপুষ্টিতে মারা গেছে মাহমুদ। 

তিনি বলেন, ‘আমরা দেখতে পাই এক নারী তার সন্তানকে কোলে নিয়ে চিকিৎসার জন্য চিৎকার করছেন। ফ্যাকাশে হয়ে যাওয়া শিশুটিকে দেখে মনে হচ্ছিল শেষ সময়ের নিঃশ্বাস নিচ্ছিল।’ 

তিনি আরও বলেন, ‘আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে জানতে পারি সে তীব্র অপুষ্টিতে ভুগছে। মেডিকেল কর্মীরা তাকে আইসিইউতে নিয়ে যায়। কয়েক দিন ধরে শিশুটি দুধ খেতে পারেনি। কারণ গোটা গাজাজুড়ে শিশুদের খাওয়ানোর মতো কোনো দুধ নেই।’

গত বছরের অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে তীব্র খাদ্য সংকট চলছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি উত্তরাঞ্চলে। গত অক্টোবরের শেষ থেকে মানবিক সহায়তা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে অঞ্চলটি। এমন পরিস্থিতি সত্ত্বেও জাতিসংঘের সংস্থাগুলো উত্তর গাজায় সাহায্য দিতে পারছে না। বিশ্ব খাদ্য সংস্থা গত সপ্তাহে উত্তর গাজায় সাহায্য পাঠাতে গিয়েও ব্যর্থ হয়। এর ঠিক দুদিন বাদেই তারা উত্তর গাজায় মানবিক সহায়তা স্থগিতের ঘোষণা দেয়।

জাতিসংঘের অনুমান, গাজার ২৩ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের মধ্যে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

আ. লীগের মতো আর কোনো ফ্যাসিবাদ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে -ভিপি নুরুল হক

গাজীপুর জেলা প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল...

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ; ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো: সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে...

গজারিয়ায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মো:সজীব হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি/ ছবি মো: মাসুদ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা...

নেত্রকোনায় ১ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হলেন পারসা ইফরীত চৌধুরী

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : ন্যাশনাল চিলড্রেন্স...