Trending Now

আট গোলের থ্রিলার জয়ে ফাইনালে রিয়াল

Date:

ক্রিড়া ডেস্ক : এক দল লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে, আরেক দলের অবস্থান পাঁচে। তবে মাঠের লড়াইয়ে পার্থক্য বুঝতে দিলো না অ্যাথলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচের শেষ পর্যন্ত সমানে সমানে লড়াই করে আট গোলের রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে তারা। যদিও শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল। পৌছে গেছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।

বুধবার (১০ জানুয়ারি) রাতে রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে সেমি-ফাইনালে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় অ্যাথলেটিকো। সপ্তম মিনিটে অ্যান্তোনিও গ্রিজমানের কর্নারে লাফিয়ে উঠে আড়াআড়ি হেডে জাল খুঁজে নেন মারিও হেরমোসো। পিছিয়ে পড়ে যেন জেগে ওঠে রিয়াল। 

তবে আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিলো না দলটি। বিপরীতে অষ্টাদশ মিনিটে রিয়ালের পোস্ট কাঁপিয়ে দেন আলভারো মোরাতা। দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জুড বেলিংহ্যামের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। এই বলেই কর্নার পায় রিয়াল। লুকা মদ্রিচের সেই কর্নার থেকেই চমৎকার হেডে সমতা ফেরান অ্যান্তোনিও রুডিগার।

সমতায় ফিরিয়েই জেগে ওঠে রিয়াল। ৩০তম মিনিটে এগিয়ে যায় তারা। দানি কারভাহালের নিচু ক্রস ডি-বক্সে পেয়ে আলতো টোকায় দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ফেরল্যান্ড মেন্ডি। তিন মিনিট পর পেনাল্টি স্পটের কাছ থেকে সহজ সুযোগ মিস করেন গ্রিজম্যান।

অবশেষে ৩৭তম মিনিটে জাল খুঁজে নেন ফরাসি তারকা। রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে কয়েকজনকে এড়িয়ে নিখুঁত শটে স্কোরলাইন ২-২ করেন গ্রিজম্যান। পিছিয়ে পড়েও দারুণ কামব্যাকে সমতা নিয়েই বিরতিতে যায় রিয়াল। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথমার্ধের পুনরাবৃত্তি। এবার দায়টা রিয়াল গোলরক্ষক কেপার। ৭৮ মিনিটের মাথায় একটি ক্রস বিপদমুক্ত করতে চেয়েছিলেন গোলরক্ষক। কিন্তু মোরাতার চ্যালেঞ্জের মুখে ঠিকমতো পারেননি। কেপার হাত ফসকে বল রুডিগারের গায়ে লেগে জড়ায় জালে! 

৮৫তম মিনিটে ফের সমতা টানে রেয়াল। ভিনিসিউসের শট কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন ওবলাক। বেলিংহ্যামের দুটি চেষ্টাও গোললাইনের সামনে প্রতিহত হয়। কিন্তু ফিরতি বলে কারভাহালের বুলেট গতির শটের জবাবে কিছু করার ছিলো না অ্যাথলেটিকো গোলরক্ষকের। 

নির্ধারিত সময় ৩-৩ ব্যবধানে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতে সৌভাগ্যের এক গোলে ১১৬তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। কারভাহালের ক্রসে হোসেলু ঠিক মতো মাথা ছোঁয়াতে পারেননি। কিন্তু তার পাশেই থাকা সাভিচের পায়ে লেগে বল জড়ায় জালে। 

শেষদিকে আক্রমণের নেশায় পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা অ্যাথলেটিকো আরেক ভুল করে বসে। এবার দায় তাদের গোলরক্ষকের। কর্নারের সময় তাদের গোলরক্ষকও চলে এসেছিলেন রিয়ালের ডি-বক্সে। তাতে কাজ হয়নি। উল্টো দারুণ গতিতে প্রতি-আক্রমণে ছুটে গিয়ে ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াস। 

আগামী রোববারের শিরোপা নির্ধারণী ম্যাচে বার্সেলোনা ও ওসাসুনার লড়াইয়ে জয়ী দলের বিপক্ষে ফাইনালে লড়বে রিয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ...

প্রাইম ইসলামী লাইফের নিট দায় ১৪৮৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম...

জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন...

কেন্দুয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) যোগদান

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে...