Trending Now

জাতীয় নির্বাচন ও দলীয় মনোনয়ন–২০২৩ অপরিহার্যতা।

Date:

অধ্যাপক মোঃএমদাদুল হক,
সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, পূর্বধলা শাখা

১৭৮৯সালে ফ্রান্সের ফরাসী বিপ্লব মানুষের মনোজগতে এক বিরাট আলোড়ন সৃষ্টি করে গনতন্ত্রের যাত্রার সুত্রপাত ঘটায়।সেই থেকেই মানুষের চিন্তার বিকাশে অভাবনীয় পরিবর্তনের দ্বারা সূচিত হয়।মানুষ তার জন্মগত অধিকার প্রতিষ্ঠায় দার্শনিক ও বুদ্ধিজীবিদের আদর্শিক চিন্তার প্রচারনাকে প্রেরনা হিসাবে গ্রহন করে এগিয়ে যায়। ক্রমান্বয়ে এটি গনতন্ত্র চর্চায় সর্ব্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়।সমসাময়িক ব্রিটিশ উপনিবেশিক শাসনামলের যাতাকলে সারাবিশ্ব শাসনের নামে শোষিত হয় প্রায় পৌনে দুইশত বছর।এই শোষনের নামে অপশাসনের প্রতিবাদে গোটা ভারত বর্ষ গর্জে উঠে। এই গর্জনেই অর্জিত হয় ভারত বর্ষের স্বাধীনতা।এই স্বাধীনতা অর্জনে ব্যক্তির চিন্তা আর সাংগঠনিক ধারাবাহিক সমন্বিত কার্যক্রম ভারতের স্বাধীনতাকে সহজতর করে তোললেও ভারত বর্ষকে দ্বিখন্ডিত হয়ে স্বাধীনতার স্বাদ গ্রহন করতে হয়েছিল। এরই মধ্যে পর্যায়ক্রমে দুটি রাজনৈতিক দলের উদ্ভব,এবং সেই সাথে সাম্প্রদায়িকতার চর্চা দু’টি রাজনৈতিক দলের ভূমিকাকেই করেছে বিতর্কিত।রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং সাম্প্রদায়িকতার সম্প্রসারণ হিন্দুস্তানের বিপরীতে পাকিস্তান নামক রাষ্ট্রকে করেছে অকার্যকর।
একটি অসাম্প্রদায়িক চিন্তাকে ধারণ করে-বাংলা ভাষার দাবী প্রতিষ্ঠা,স্বাধীকার, স্বায়ত্তশাসন, অবশেষে বাংলাদেশের স্বাধীনতা।এখানে স্পষ্টতই সাম্প্রদায়িকতার বিপরীতে অসাম্প্রদায়িক চেতনার বিজয় দৃশ্যমান হলো।যার সবটুকুই অর্জিত হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক দক্ষতা ও বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতির প্রতিফলনের মাধ্যমে।একটি সুষ্ট,আদর্শিক রাজনীতির চর্চায় দেশ যখন যূদ্ধোত্তর পুর্নগঠনের দিকে অগ্রসরমান তখনই বাংলার ইতিহাসে ভয়াবহতম হত্যকান্ডটি স্তব্ধ করে দিল বাংলার রাজনীতির চিত্রকে।সেই সাথে ‘৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশের আদর্শিক রাজনীতিকে তিলে তিলে হত্যা করে প্রতিষ্ঠা করা হয় অনাদর্শিক রাজনীতি।এরই মধ্যে দায়মুক্তি অধ্যাদেশ–জিয়াউর রহমান হত্যাকান্ডের বিচারিক মামলা দায়ের না হওয়া,মন্জুর হত্যাকান্ড সহ নানান রাষ্ট্রীয় অপরাধ কর্ম হয়তোবা এরশাদের সামরিক শাসনকে অপরিহার্য করেছিল।এই অপরীহার্যতার অপরিনামদর্শী ফলশ্রুতি –৭৫ পরবর্তী সরকারগুলোর বৈধতা নিয়ে জনমনে প্রশ্ন।অবশেষে ‘৯০ এর আর একটি গনঅভ্যুত্থান সামরিক শাসনের ব্যর্থতাকে প্রমান করে একটি গ্রহনযোগ্য নির্বাচন ব্যবস্হাকে সার্বজনীন করে জাতির সামনে প্রতিষ্টিত করে।এরই ধারাবাহিকতায় নির্বাচন কালীন তত্ববধায়ক সরকার ব্যবস্হার যাত্রায় শুভসুচনান্তে এটিকে অকার্যকর করে বলা হয়–“নিরপেক্ষতা একটি পাগলের ব্যবস্থা”।অতঃপর তত্বাবধায়কের পরিবর্তিত ব্যবস্থা -“১/১১” গনতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। নির্বাচিত সরকার জাতীয় সংসদে “তত্ববধায়ক সরকার”বিতর্কের অবসান ঘটিয়ে বিরোধী দলের ইচ্ছার প্রতি সম্মান দিয়ে এটিকে আইনে পরিনত করেছে। বর্তমান সাংবিধানিক কাঠামোতে তত্ববধায়ক ব্যবস্থার অসারতা জেনেও যারা এটিকে কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন–মুলত তারাই পাগলের প্রলাপ বকছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৭জানুয়ারী’২৪ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিকভাবেই এটির অপরিহার্যতার বিকল্প নেই। তাই রাজনীতির এই মৌসুমে সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের প্রত্যাশা থাকবে যারা রাজনীতিকে সুসংগঠিত করে সুষ্ঠু রাজনীতির চর্চা করেছেন এবং করে যাচ্ছেন- শুধু তাদের মনোনয়ন প্রাপ্তির সম্ভাবনা নিশ্চিত হউক,-তাহলেই আবারো গনতান্ত্রিক চর্চা বাড়বে।অন্যথায় আদর্শিক চিন্তাগুলো ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাবে। সুতারং গোটা বাঙ্গালী জাতি আজ আদর্শিক রাজনীতির প্রতিষ্ঠা করনে এবারের মনোয়নকে একটি দৃষ্টান্ত হিসাবে দেখতে চায়। (সংগৃহীত কলাম)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মসজিদ সমাজ বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংলাপ প্রতিবেদক : গতকাল মসজিদ সমাজ বাংলাদেশ এবং হিউম্যান...

ফরিদপুরে পুলিশের বাধায় মানববন্ধন করতে পারেনি ইউনিয়ন পরিষদ ফোরাম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে পুলিশের বাধার কারণে ইউনিয়ন...

বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন অভিনেত্রী রাধিকা

বিনোদন ডেস্ক : বিয়ের ১২ বছর পর মা হতে...

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ...