Trending Now

ফরিদপুরে পুলিশের বাধায় মানববন্ধন করতে পারেনি ইউনিয়ন পরিষদ ফোরাম

Date:

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে পুলিশের বাধার কারণে ইউনিয়ন পরিষদ ফোরামের উদ্যোগে পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি। জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান ও সদস্যরা সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমবেত হলেও পুলিশ তাদের কর্মসূচি পালন করতে দেয়নি।

বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার দিকে তারা ইউনিয়ন পরিষদ ফোরামের আহ্বানে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করার চেষ্টা করে। কিন্তু আগে থেকেই সেখানে পুলিশ অবস্থান নেয় এবং মানববন্ধনকারীরা আসলে তাদেরকে সরিয়ে দেয়। পরে মানববন্ধনকারীরা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশ সেখান থেকেও তাদেরকে সরিয়ে দেয়। ফলে তারা সেখানেও মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি।

এসময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুর, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া পুলিশকে কর্মসূচি পালনের সুযোগ দেওয়ার দাবি জানায়। তবে পুলিশ সে দাবি নাকচ করে তাদের সিদ্ধান্তে অনঢ় থাকে।

মানববন্ধনকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করার চেষ্টা করলেও পুলিশ মানববন্ধন করতে দেয়নি। তারা জানান জনগণের নির্বাচিত প্রতিনিধি তাই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদের স্বপদে আসীন রাখতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাতে তারা এসেছিলেন। তারা দাবি করেন, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ করা হলে স্থানীয় জনসাধারণ ভোগান্তিতে পড়বে।

পরে ইউনিয়ন পরেষদের কয়েকজন চেয়ারম্যান জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার মাধ্যরেম প্রধান উপদেষ্টার কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। ওই স্মারকলিপিতে বলা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনে দেশের প্রচিনতম প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদগুলি গ্রামীণ বাংলার মানুষ জীবনযাত্রা ইউনিয়ন পরিষদের উপর নির্ভরশীল। ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দেওয়া হলে গ্রামীণ সাধারণ মানুষ সমস্যার সম্মুখিন হবে।

মানববন্ধন করতে না দেওয়ার বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, সরকারি সিদ্ধান্তের কারনে ইউপি সদস্যদের মানববন্ধন কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। এ কর্মসূচি পালন করতে দিলে বিশৃংখলার সৃষ্টি হতে পারতো। এজন্য তাদের লিখিত অভিযোগ থাকলে জেলা প্রশাসকের কাছে দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন অভিনেত্রী রাধিকা

বিনোদন ডেস্ক : বিয়ের ১২ বছর পর মা হতে...

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ...

প্রাইম ইসলামী লাইফের নিট দায় ১৪৮৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম...

জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন...