Trending Now

২১৩ কোটি টাকায় কেনা হচ্ছে ৩ লাখ ১৫ হাজার বৈদ্যুতিক খুঁটি

Date:

সংলাপ ডেস্ক : ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ উন্নয়নে ৩ লাখ ১৫ হাজার ৮৯০টি বৈদ্যুতিক খুঁটি (এসপিসি পোল) কিনছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ২১৩ কোটি টাকা। এই দুই বিভাগের পল্লি এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বাড়াতে এসব খুঁটি কেনার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ।

প্রকল্পের আওতায় পাঁচটি সমান লটে (প্রতি লটে ৬৩ হাজার ১৭৮টি) এসব খুঁটি কেনা হবে। দরপত্রের মাধ্যমে ইতোমধ্যে প্রথম লটের খুঁটি কেনার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড খুঁটি সরবরাহ করবে।

সূত্র জানিয়েছে, দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে দ্বিতীয় লটের খুঁটিও কেনা হচ্ছে একই প্রতিষ্ঠান থেকে। তবে, সর্বনিম্ন দরদাতা হলেও মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রাক্কলিত ব্যয়ের ১৪ দশমিক ৩১ শতাংশ বেশি। বিশ্বব্যাংকের অর্থায়নে এ খুঁটিগুলো কিনছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আগামী সভায় এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপত্বিতে এ সভা হবে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২৫টি পল্লি বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, ক্ষমতা বৃদ্ধি ও নির্ভরতা অর্জনসহ ১ কোটি ৭৮ লাখ গ্রাহককে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। 

সংশ্লিষ্ট এক সূত্র জানায়, বৈদ্যুতিক খুঁটি কেনার জন্য প্রতিটি লটের প্রাক্কলিত দর ধরা হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৬১ হাজার ৩২০ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ১৮৬ কোটি ৩১ লাখ ৭৫ হাজার টাকা (প্রতি ডলার ১১০.৫০ টাকা হিসেবে)। এর বিপরীতে দরদাতা কর্তৃক প্রস্তাবিত ও কারিগরি কমিটি কর্তৃক মূল্যায়িত দর হচ্ছে ১ কোটি ৯২ লাখ ৭৩ হাজার ৩৯৪ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ২১২ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। এটি প্রাক্কলিত দরের চেয়ে ১৪ দশমিক ৩১ শতাংশ বেশি। তবে, ডলারের দর বৃদ্ধি কারণে এই অর্থ আরও বাড়তে পারে।

দরপত্রে ক্যাসল কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড নামে আরও একটি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। ওই প্রতিষ্ঠানের প্রস্তাবিত দর ছিল ১ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ৮০৮ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ২১৭ কোটি ২ লাখ টাকা। এটি ছিল প্রাক্কলিত দরের চেয়ে ১৬ দশমিক ৪৮ শতাংশ বেশি।

বৈদ্যুতিক খুঁটি তৈরির হাই টেনসিল স্টিলওয়ার ও হাই স্ট্রেংথ স্টোন বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক পরিস্থিতি ও ডলারের বিনিময় হার পরিবর্তন এবং বৈদ্যুতিক খুঁটি তৈরির অন্যান্য কাঁচামালের দাম বৃদ্ধি ও পরিবহন ব্যয় বৃদ্ধি ইত্যাদি কারণে বৈদ্যুতিক খুঁটির দাম বেড়েছে। দরপত্র পর্যালোচনায় প্রস্তাবিত দর যৌক্তিক ও গ্রহণযোগ্য বলে মনে করছে কমিটি।

ইতোপূর্বে একই প্রতিষ্ঠান থেকে প্রথম লটের ৬৩ হাজার ১৭৮টি খুঁটির দাম ধরা হয়েছে ২১৩ কোটি ১১ লাখ টাকা। সেগুলো এখনো সরবরাহ করা হয়নি। সে হিসেবে দুটি লটে মোট ব্যয় দাঁড়াচ্ছে ৪২৬ কোটি ৮ লাখ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ফরিদপুরে পুলিশের বাধায় মানববন্ধন করতে পারেনি ইউনিয়ন পরিষদ ফোরাম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে পুলিশের বাধার কারণে ইউনিয়ন...

বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন অভিনেত্রী রাধিকা

বিনোদন ডেস্ক : বিয়ের ১২ বছর পর মা হতে...

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ...

প্রাইম ইসলামী লাইফের নিট দায় ১৪৮৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম...