Trending Now

বিস্ফোরক লাইসেন্স ছাড়াই এলপিজির বিশাল গোডাউন জমিদখল, দালালি থেকে বিশিষ্ট ব্যাবসায়ী

Date:

নিজস্ব সংবাদদাতা : জমির দালালি থেকে বিশিষ্ট ব্যাবসায়ী নাম তার হাজী ওহাব ভূইয়্যা (স্বপন)। জানা যায় ভূইয়া কখনো হজ্ব করেন নাই তিনি অন্য দশজনের মতই ওমরা পালন করেছেন তবুও তিনি সমাজে প্রতিষ্ঠা লাভের আশায় হাজী নাম ব্যাবহার করে থাকেন যা নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘোর পাক খাচ্ছে। সম্প্রতি তার ব্যাবসা বানিজ্য নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে ওহাব ভূইয়্যাকে বিস্ফোরক ও ফায়ার লাইসেন্স চাওয়া হলে বেশ কয়েকদনি কাল ক্ষেপন করে বেশ কয়েকজন প্রতিবেদককে এড়িয়ে যান। এ ব্যাপারে বিস্ফোরক অধিদফপ্তরের কোন রকম বিস্ফোরক ও ফায়ার লাইসেন্স ছাড়াই দেশের স্বনামধন্য তিন কোম্পানির এলপিজির রমরমা ব্যাবসা পরিচালনা করে যাচ্ছেন হাজী ওহাব ভূইয়্যা । জানানযায, প্রশাসনের নাকের ডগায় নারায়নগঞ্জের সোনারগাাঁও উপজেলার ,সরকারের র্নিধারিত নিয়মে গ্যাস ডিলারশীপ ব্যবসার পূর্ব শর্ত হচ্ছে বিস্ফোরক লাইসেন্স , কিন্তু এই লাইসেন্স ছাড়া দীর্ঘ ৪ বছর ব্যাবসা করে আসছেন হাজী আব্দুল ওহাব ভুইঁয়া (স্বপন)। খোঁজ নিয়ে জানাযায়, করফাকির অভিযোগে হাজী ওহাব ভূইয়্যার বিরোদ্ধে এনবিআরের মামলা রয়েছে। এলাকার সাধারন লোকজনের সাথে কথাবলে জানাযায,হাজী ওহাব ভূইয়্যা স্বপন সোনারগাঁওয়ের একজন সাধারন দলিল লেখক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসলেও প্রতারনার মাধ্যমে জমিদখল ও নানা অপকর্মের সুবাদে হঠাৎ আঙ্গুলফুলে গলাগাছ বনেযান যা তার ব্যাংক ব্যালেন্স ও আয়ের উৎস খতিয়ে দেখলেই বেরেিয় আসবে সঠিক তথ্য জানাযাবে। সরকারের গোয়েন্দা সংস্থার ঊর্ধতন একজন কর্মকর্তা প্রতিবেদককে জানান,অচিরেই অবধৈ বিস্ফোরক ব্যাবসায়ীদে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহন করাহবে। অন্যর জমি দখল, ব্যাংকের টাকা আত্মসাত ও দালালির মূল হাতিয়ার হিসেবে ব্যাবহার করতে ইতি মধ্যে বেক্সিমকো, বি এম, আই.গ্যাস কোমাপানির ডিলারশীপ নিয়ে নিজেকে বড় ব্যাবসায়ী হিসেবে জানান দিতে এসব কোম্পানির নাম ভাঙ্গিয়ে চালিয়ে যাচ্চেন নানা অপকর্ম । বতর্মানে তার এলপিজি গোডাউন নয়াপুরে যে জায়গায় অবস্থিত সেটাও দখল করা সরকারি জমিতে। সম্প্রতি মুনতাহা ষ্টিল মিলের সামনে একজন নিরহ লোকের জমিদখল করে লালন নামের এক ব্যাক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওহাবের নামে । তাছাড়া ওহাবের শ্যালকের মাধ্যমে বিভিন্ন এলাকাথেকে সুন্দরি নারীদের ভোগের নিরাপদ স্থান হিসেবে হাজি ওহাব ও তার শ্যালক উজ্জল এলপিজি গোডাইনকে দীর্ঘ্যদিন ধরে ব্যাবহার করছে । প্রকাশ থাকেযে, উজ্জল উক্ত গোডাউনে ম্যানাজারের দাযীত্ব পালন করে আসছে । বিস্ফোরক লাইসেন্স ছাড়া স্বপন হাজী কিভাবে ব্যবসা করছে তা জানার জন্য বেক্সিমকোর রিজোনাল সেলস্ ম্যানেজার ও অত্র এলাকার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার মি: মৃতুজয় বনিকের সাথে কথা বল্লে তিনি জানান অবশ্যই বিস্ফোরক লাইসেন্স আছে । তবে এ ধরনের ব্যাবসায়ীদের কেন ডিলার দিয়ে বেক্সিমকোর মত কোম্পানীর সুনামনষ্ট করছে তার উত্তরে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন এলাকার ব্যাবসায়ী মহল । প্রকাশ থাকেযে, বেক্সিমকো এলপিজির ডিলার নেওয়ার প্রকৃত ব্যাবসায়ীদের আগ্রহের সিরিয়াল থাকা সত্বেও তিনি রহস্য জনিত কারনে ওহাব ভূইয়্যার মত একের পর এক ডিলার নিয়োগ দিচ্ছেন তা জানতে চেয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন এলপিজি ব্যাবসায়ী মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মসজিদ সমাজ বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংলাপ প্রতিবেদক : গতকাল মসজিদ সমাজ বাংলাদেশ এবং হিউম্যান...

ফরিদপুরে পুলিশের বাধায় মানববন্ধন করতে পারেনি ইউনিয়ন পরিষদ ফোরাম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে পুলিশের বাধার কারণে ইউনিয়ন...

বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন অভিনেত্রী রাধিকা

বিনোদন ডেস্ক : বিয়ের ১২ বছর পর মা হতে...

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ...