Trending Now

মমতার পদত্যাগের দাবিতে সোচ্চার বিজেপি

Date:

ডেস্ক রিপোর্ট : ভারতের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও পরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তাল এখন ভারতের পশ্চিমবঙ্গ। হত্যার ঘটনায় দ্রুত বিচার না হওয়ায় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা ও দলটির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেহজাদ পুনাওয়ালা বলেন, পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের ওপর কলকাতা হাইকোর্টের কোনো ভরসা নেই। সেই কারণেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ঘটনার দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করতে বলেছেন শেহজাদ পুনাওয়ালা।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কবে এই ঘটনার দায় নেবেন? কবে তিনি পদত্যাগপত্র জমা দেবেন? তার আর এক মিনিটও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার, আইনি কর্তৃত্ব বা সাংবিধানিক উপযুক্ততা অবশিষ্ট নেই। পশ্চিমবঙ্গের নাগরিকদের ব্যর্থ করেছেন তিনি। নিজের সাংবিধানিক বাধ্যবাধকতায়ও তিনি ব্যর্থ হয়েছেন।

তৃণমূল কংগ্রেসকে হিন্দুবিরোধী আখ্যা দিয়ে পুনাওয়ালা বলেন, এই ঘটনার মতো স্পর্শকাতর একটি বিষয়েও তৃণমূলের হিন্দুবিরোধী মানসিকতার প্রকাশ দেখা যায়। নৈতিক দায় নিয়ে তার (মমতা) পদত্যাগ করা উচিত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েছেন আরেক বিজেপি সাংসদ সঙ্গীতা যাদবও। 

ধর্ষণকাণ্ডের পর চলমান আন্দোলন ও মমতা ব্যানার্জির প্রতিবাদ মিছিল নিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) নিজে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী; তাহলে কার বিরুদ্ধে তিনি প্রতিবাদ মিছিল করলেন?… তিনি বিজেপিকে থামানোর চেষ্টা করছেন, আমরা তাকে আশ্বস্ত করতে চাই যে, এই আন্দোলন থামবে না এবং আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছেন ২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া নির্ভয়ার মা আশা দেবী। এনডিটিভিকে তিনি বলেন, মমতা ব্যানার্জি লোক দেখানো প্রতিবাদ মিছিল করেছে। তিনি তার ব্যর্থতার ওপর থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।  

গত ৯ অগাস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজের সেমিনার হলের ভেতর থেকে এক জুনিয়র চিকিৎসকের লাশ উদ্ধার হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এর প্রতিবাদে ভারতের চিকিৎসা কর্মীরা শনিবার দেশব্যাপী কর্মবিরতি পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ...

প্রাইম ইসলামী লাইফের নিট দায় ১৪৮৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম...

জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন...

কেন্দুয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) যোগদান

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে...