Trending Now

নির্যাতিত মানুষের প্রাণের মানুষ-“আহমদ হোসেন”।

Date:


গতকাল ছিল ২৮ নভেম্বর ২০২৩ তারিখ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নের চিঠি নিয়ে নির্বাচনী এলাকা ১৬১-নেত্রকোনা-৫ এর প্রার্থী জনাব আহমদ হোসেনকে বহনকারী গাড়িটি নির্বাচনী এলাকার প্রবেশদ্বারে হাজারো মানুষের ভিড়ে আটকে যায়।আহমদ হোসেনকে একনজর এভাবে দেখার জন্য পুর্বধলার মানুষ বহুনির্বাচন মনেনয়ন মৌসুম অপেক্ষা করেছে– অবশেষে সকল পথপরিক্রমার অবসান ঘটিয়ে সেটির পুর্ণতার সীমায় পৌঁছে গিয়ে আজ সকলেই সিক্ত।পুর্বধলার প্রবেশপথটির শুরু থেকেই নির্বাচনী এলাকার মানুষ এবং মানুষকে বহনকারী গাড়ির বহরে শ্যামগন্জ থেকে বিরিশিরি রাস্তায় পুরো এলাকায় ব্যাপক যানজটের সুষ্টি হয়।রাস্তার দু’পাশে দাড়িয়ে মানুষগুলোর উল্লাসের বিকাশই–সংশ্লিষ্ট এলাকার মানুষের হৃদয়ের কথাকে প্রষ্ফুটিত করেছে। যে মানুষটি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের ধারাবাহিক পথ হাটতে হাটতে জীবনের কৈশোর,যৌবন পেরিয়ে আজ বার্ধক্যের যাত্রায় আওয়ামী লীগের মনোনয়নটি নিঃসন্দেহে জনাব,আহমদ হোসেনকে যেমন যাথার্থ্য সম্মানের জায়গায় অধিষ্ঠিত করেছে তেমনি নির্বাচনী এলাকার মানুষকে করেছে তৃপ্ত।
তৃপ্তির জায়গায় দাড়িয়ে মানুষের উল্লাস আজ আকাস-বাতাসকে প্রকম্পিত করে জানান দিচ্ছে সত্যের মৃত্যু নেই–আদর্শের বিকল্প নেই। আগামী ৭জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীর এমন নৈপুণ্যেপুর্ণ মিছিল গোটা এলাকায় নির্বাচনী আমেজকে বাড়িয়ে দিয়েছে। প্রার্থীর আহবান তিনি সকলকে নিয়ে একটি অর্থবহ নির্বাচন করতে চান-একটি অংশগ্রহণ মুলক নির্বাচনের আহবান জানিয়ে তিনি সকলকে সংযমের সাথে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগে যত্নবান হতে পরামর্শ দেন। প্রার্থী এবং ভোটারের মধ্যে অন্তরের যোগসূত্র অবশ্যই একটি অর্থবহ নির্বাচনকেই ইঙ্গিত করছে।জনগন আশাকরে নির্বাচনী মাঠে প্রার্থীর এমন সৃজনশীল আচরণ গনতান্ত্রিক চর্চাকেই সমৃদ্ধ করবে।
——————+——————-
অধ্যাপক মোঃ এমদাদুল হক বাবুল। সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন,পুর্বধলা উপজেলা শাখা-পুর্বধলা-নেত্রকোনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ফরিদপুরে পুলিশের বাধায় মানববন্ধন করতে পারেনি ইউনিয়ন পরিষদ ফোরাম

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে পুলিশের বাধার কারণে ইউনিয়ন...

বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন অভিনেত্রী রাধিকা

বিনোদন ডেস্ক : বিয়ের ১২ বছর পর মা হতে...

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ...

প্রাইম ইসলামী লাইফের নিট দায় ১৪৮৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম...