Trending Now

খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক: ফখরুল

Date:

ডেস্ক নিউজ : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

শনিবার (২২ জুন) বিকেলে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

গতকাল রাত সাড়ে ৩টার পর থেকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সেখানে মেডিক্যাল বোর্ডের চিকিৎসক-নার্স ছাড়া সবার প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিএনপির মহাসচিব এভারকেয়ার হাসপাতালে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

বিএনপির মহাসচিব বলেন, আমি আজ ম্যাডামকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনও তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ডাক্তাররা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না।

তিনি আরও বলেন, আমি তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। তারা আজকে সন্ধ্যায় আবার বোর্ড মিটিং করবেন এবং এই বোর্ড মিটিং করে তারা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

গতকাল শুক্রবার (২১ জুন) রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৩টার পরে তাকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিনসহ মেডিক্যাল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে সাবেক এই প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন। মেডিক্যাল বোর্ডের এসব সভায় লন্ডন থেকে ডা. জোবায়েদা রহমানসহ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সর্বশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুই দিন চিকিৎসাসেবা দেন। 

৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও হৃদরোগ ছাড়াও ফুসফুস, লিভার, কিডনির বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

সাভারে সেফটি ট্যাংকি থেকে দুই নির্মাণ  শ্রমিকের মরাদেহ উদ্ধার

রোমান হোসেন, সাভার: ঢাকার  সাভারে সেফটি ট্যাংকিতে নেমে  দুই...

নেত্রকোনা সহ পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে

নেত্রকোনায় : বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত...

নির্মিত হতে যাচ্ছে ‘বাহুবলি থ্রি’!

বিনোদন ডেস্ক : ভারতের বরেণ্য নির্মাতা এসএস রাজামৌলি নির্মিত...

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন, আতংকে ইসরাইল

ডেস্ক রিপোর্ট : লেবানন থেকে উৎক্ষেপণ করা হিজবুল্লাহর একটি...